• খড়দহে পুকুর থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ার দেহ উদ্ধার
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: মঙ্গলবার সকালে খড়দহের পুকুর থেকে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সম্রাট দাস (১৩)। তাঁর বাড়ি খড়দহের পানশিলা খালপাড় এলাকায়। সে খড়দহ কল্যাণনগর বিদ্যাপীঠে পড়ত। সোমবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রহড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। এরপর এদিন সকালে খড়দহ দক্ষিণপল্লি এলাকার পুকুর থেকে ওই ছাত্রের নিথর দেহ উদ্ধার হয়।

    সম্রাট প্রতিদিন সকাল ছ’টা নাগাদ হাঁটতে বের হতো। সোমবার সকালেও পার্কে হাঁটতে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। রহড়া থানাতেও জানানো হয়। এরপর এদিন সকালে পাশের পাড়া দক্ষিণপল্লি এলাকার এক পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় হয়। মৃত ছাত্রের মামা বিপ্লব দাস জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে ভাগ্নেকে একা পুকুরে নামতে দেখা যাচ্ছে। পা পিছলে দুর্ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)