• মণ্ডপ থেকে বেরনোর পথ বড় করার নির্দেশ পুলিশের
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের বেরনোর পথ বড় করার কথা বলল বারাকপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার বারাকপুরের সুকান্ত সদনে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে পুলিশ কমিশনার মুরলিধর শর্মা বললেন, দর্শনার্থীদের প্রবেশের পথ যতটা চওড়া করবেন, তার চেয়ে বড় করতে হবে দর্শনার্থীদের বেরনোর পথ। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের তাড়াতাড়ি বের করা যায়। সেইসঙ্গে বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি পুজো কমিটিকে বিশেষ ব্যবস্থা নিতে অনুরোধ করলেন তিনি।স্বেচ্ছাসেবকদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি পুজো মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর উপরেও এদিন জোর দেওয়া হয়েছে। 

    এদিন পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল ডিভিশনের ৭০টি পুজো কমিটির হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হল। সেই সঙ্গে উদ্বোধন হয় কিউআর কোড দেওয়া পুজো গাইড। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদীয় ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু, বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা।

    শোভনদেববাবু বললেন, এই পুজো শুধু পুজো নয়, উৎসব হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষের রুটি-রুজি নির্ভর করছে পুজোর উপর। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, ফলে উৎসব অন্য মাত্রায় চলে গিয়েছে। বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রায় আড়াই হাজার পুজোকে অনুমোদন দেওয়া হচ্ছে বলে পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)