• সাংবাদিকতায় নতুন অনুসন্ধান ও দিশা
    দৈনিক স্টেটসম্যান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ‘দ্য স্টেটসম্যান’ আয়োজিত ‘স্টেটসম্যান রুরাল রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ এবং পরিবেশ সংক্রান্ত সাংবাদিকতার জন্য কুশরো ইরানি পুরস্কার অনুষ্ঠিত হল সোমবার। ইংরেজি, হিন্দি বা যে কোনও আঞ্চলিক ভাষায় লেখা, ২০২৪ সালে প্রকাশিত সাংবাদিকদের তদন্তমূলক প্রতিবেদনের ক্ষেত্রে শ্রেষ্ঠ সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে প্রতি বছরই ‘দ্য স্টেটসম্যান’ সংবাদপত্রের উদ্যোগে এই সম্মান দেওয়া হয়।

    সোমবার কলামন্দিরে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের সূচনা হয় জোয়ান বেজ রচিত ‘দ্য স্টেটসম্যান’-এর থিম সংয়ের মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার এডিটর ও ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র কুমার। মঞ্চে উপস্থিত ছিলেন নিলোফার বাবায়কন। এদিনের মঞ্চে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানান স্টেটসম্যান পত্রিকার এডিটর ও ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র কুমার।

    সাংবাদিকতার জন্য কুশরো ইরানি পুরস্কারে প্রথম মনোনীত হন বিজয়পল দুদি, উপজাতি সম্প্রদায়ের শিশু পাচার নিয়ে তাঁর গবেষণামূলক প্রতিবেদনের জন্য। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন কে এ বীনা, চেন্নাই থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে তিরুভাল্লুরের পালাভায়ালের পুথুর পঞ্চায়েতের সুজাতা রমেশ নামে এক দলিত মহিলাকে নিয়ে তাঁর প্রতিবেদনের জন্য। সাংবাদিকতার ক্ষেত্রে তৃতীয় পুরস্কার পেয়েছেন আর সম্বন। কেরালার উপজাতি অধ্যুষিত অঞ্চলে পূমালা সরকার ট্রাইবাল

    হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য। কুশরো ইরানি পুরস্কার ফর এনভায়রনমেন্টাল রিপোর্টিংয়ের জন্য পুরস্কার পেয়েছেন কে এস সুধি।

    এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে এক আলোচনসভার আয়োজন করা হয়। বিষয়বস্তু ছিল, ‘ট্রাম্প অর তিয়ানজিন, ডেভিল অর দ্য ডিপ সী’। আলোচনায় ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও অধ্যাপক পার্থ মজুমদার। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হর্ষ কক্কর। ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের প্রাক্তন চেয়ারম্যান সীতারাম শর্মা প্রমুখ।

    সাংবাদিকতার জগতে এই স্বীকৃতি একদিকে যেমন এইক্ষেত্রে উৎকর্ষমূলক কাজকে স্বীকৃতি দেয়, পাশাপাশি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় গ্রামের পটভূমিকায় বিভিন্ন ক্ষেত্রের বাস্তব ছবি। শুধু তাই নয়, কোনও একটি বিষয়ের উপর সাংবাদিকদের গভীর অনুসন্ধান ও তার সমাধানের পথে দিশা দেখাতেও উৎসাহিত করে থাকে এই পুরস্কার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)