রাজ্যে এসআইআর-এর জন্য ১৫ কোটি ভোটার ফর্ম ছাপার নির্দেশ
দৈনিক স্টেটসম্যান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র জন্য ১৫ কোটি আবেদনপত্র ছাপার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জেলার নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের দ্রুত এই প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বর্তমানে প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। তাই প্রতিটি ভোটারের জন্য দুটি করে আবেদনপত্র ছাপানো হবে। এর একটি ভোটারের কাছে যাবে, অন্যটি বুথ লেভেল অফিসার (বিএলও) ব্যবহার করবেন। আবেদনপত্রগুলি রাজ্যের জেলাভিত্তিক প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা হবে। যেখানে স্থানীয়ভাবে ছাপার সুবিধা নেই, সেখানে কলকাতা থেকে পাঠানোর ব্যবস্থা করা হবে।
দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের তথ্য অনলাইনে পাঠানো হবে। সেই তথ্য মিলিয়ে ২০২৫ এবং ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাচাই করা হবে। এভাবে রাজ্যের প্রায় দুই কোটি পরিবারের সদস্যদের নাম ও তথ্য পরীক্ষা করা হবে। নির্বাচন দপ্তরের অনুমান, ফর্মের প্রায় ৯৫-৯৭ শতাংশ তথ্য আগের তালিকার সঙ্গে মিলবে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিছু পরিবর্তন আসতে পারে।
প্রসঙ্গত, মঙ্গলবার মনোজ আগরওয়াল রাজ্যের চার হাজার আধিকারিককে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও), এডিএম এবং জেলাশাসক উপস্থিত ছিলেন। পুজোর আগে রাজ্যের ৭৫ হাজার বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইআরও ও এইআরওরা বিএলওদের প্রশিক্ষণ দেবেন। এই কাজ আগামী ২১-২২ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।
সিইও দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আবেদনপত্র ছাপার সঙ্গে সঙ্গে তা পঞ্চায়েত স্তরে বিতরণ করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্যের বিশেষ নিবিড় সমীক্ষার কাজের ৭০ শতাংশ শেষ হবে। বিহারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজ্যে কার্যক্রম দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।