• পরিবারের সমস্ত সঞ্চয় অনলাইন গেমসে উড়িয়ে দিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির পড়ুয়া
    এই সময় | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • জমি বিক্রি করে টাকা জমিয়ে ছিলেন বাবা। সেটাই ছিল দরিদ্র পরিবারের একমাত্র সঞ্চয়। আর সেই টাকার পুরোটাই অনলাইন গেমস খেলে উড়িয়ে দিয়েছিল ছেলে। এই নিয়ে তাকে বকাবকি না করে বোঝানোর চেষ্টা করা হয়। এর পরেই চরম সিদ্ধান্ত নেয় ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়া। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। লখনৌয়ের ঘটনা।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম যশ কুমার যাদব (১২)। লখনৌ-র BIPS স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া সে। লখনৌয়ের মোহনলালগঞ্জ এলাকা থেকে উদ্ধার হয়েছে তার দেহ।

    যশের বাবা, সুরেশ কুমার যাদব পেশায় রংমিস্ত্রি। বছর দুই আগে একটি জমি বিক্রি করে প্রায় ১৩ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকা জমা ছিল ইউনিয়ন ব্যাঙ্কের বিজনোর শাখায়। সোমবার পাসবুক আপডেট করতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে সুরেশ কুমার দেখেন, তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা নেই। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, সব টাকা বিভিন্ন অনলাইন গেমিং ট্রানজাকশনের মাধ্যমে খরচ হয়েছে।

    সুরেশ কুমার ঘরে ফিরে পরিবারের কাছে পুরোটা জানান। তিনি এই নিয়ে জানতে চান যশের কাছেও। প্রথমে যশ অস্বীকার করলেও পরে স্বীকার করে যে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে পুরো টাকা হেরেছে সে।

    সুরেশ কুমার জানিয়েছেন, এই ঘটনার পরে ছেলেকে বোঝানোর চেষ্টা করেন তিনি। যশের গৃহশিক্ষকও যশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবেন বলে ওই পরিবারকে আশ্বস্ত করেন । এর কিছু ক্ষণ পরেই যশ তার ঘরে চলে যায়।

    মোহনলালগঞ্জ এলাকার পুলিশ আধিকারিক ডিকে সিং জানিয়েছেন, সোমবার ওই ঘর থেকেই যশের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

  • Link to this news (এই সময়)