বিশ্বকর্মা পুজোয় চরম দুর্যোগ, জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, সপ্তাহ জুড়েই ভোগাবে তুমুল বৃষ্টি ...
আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকর্মা পুজোতেও নেই স্বস্তি। বুধবারেও চরম দুর্যোগের ঘনঘটা বাংলা জুড়ে। আজ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি সব জেলাতেই আজ দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর বৃষ্টির জেরে ভোগান্তি পোহাতে হবে। চলতি সপ্তাহে বৃষ্টির থেকে মিলবে না রেহাই।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বিহারের উপরে যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত ছিল বর্তমানে তা পূর্ব ঝাড়খণ্ডের উপরে রয়েছে। অন্য দিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামিকাল বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামী শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্শধমান , পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমবে। ওই দুদিন সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আপাতত সতর্কতা জারি হয়নি।
আজ বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচ জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে আজ কমলা সতর্কতা জারি রয়েছে।
আগামিকাল বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী শুক্রবার শুধুমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে। তবে সেদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি নেই।