সংবাদদাতা, বনগাঁ: দুর্গাপুজোর আগেই ভারত তথা পশ্চিমবঙ্গে উপহার পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। উপহার হিসেবে গতকাল, মঙ্গলবার রাতে ভারতে এসেছে পদ্মার ইলিশ। গতকাল, গভীর রাতে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে রাজ্যে আসে ইলিশ ৮টি ভর্তি ট্রাক। জানা গিয়েছে গতকাল, প্রায় ৪০ মেট্রিক টন ইলিশ এদেশে এসেছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত আসবে ইলিশ। বাংলাদেশের রপ্তানি করা প্রতিটি মাছের ওজন প্রায় ১ কেজি থেকে দেড় কেজি। এখনই দাম বলা না গেলেও ব্যবসায়ীদের ধারণা মধ্যবিত্তের নাগালে থাকবে।আগামী কাল, বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন বাজারে পাওয়া যাবে পদ্মার এই রুপোলি শস্য। জানা গিয়েছে, চলতি বছরে বাংলাদেশের ইউনুস সরকার প্রায় ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করবে। এর জন্য ৩৭টি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। ২০১২ সালে জলবণ্টন চুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিবাদের জেরে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন হাসিনা সরকার। যদিও তার কয়েকবছর পর হাসিনা সরকার পুজোর উপহার হিসেবে এদেশে ইলিশ রপ্তানি করে। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরই ওই দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দু’দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। গত বছর বাংলাদেশ সরকার ২৪২০ মেট্রিক টন ইলিশ ভারতের রপ্তানির জন্য অনুমতি দিয়েছিল। কিন্তু এক মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ ঢাকা থেকে আমদানি করতে পেরেছিলেন।জানা গিয়েছিল, ইউনুস সরকার পদ্মার ইলিশের রপ্তানিতে অনুমতি দিলেও মাছের প্রজনন সময়ের কথা ভেবে তা ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ফলে উৎপাদন কমে যাওয়ায় ওদেশের রপ্তানিকারকরা মাছের দাম বাড়িয়ে দিয়েছিল। সেই কারণে ইলিশ আমদানি বন্ধ হয়ে যায়। তবে এবছর পুজোর আগে ইলিশ আসায় খুশি মৎস্যপ্রেমীরা। তাঁদের দাবি দাম থাকুক নাগালের মধ্যে। পশ্চিমবঙ্গ ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস বলেন, পুজোর আগে বাংলাদেশের ইলিশ আসায় আমরা খুশি।