হিসেবে মতো বাংলা থেকে বৃষ্টি বিদায় নেওয়ার কথা। গত সপ্তাহের বেশ কিছু দিন বৃষ্টি বন্ধ থাকায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে মনে করা হয়েছিল। কিন্তু ফের রবিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই দুর্যোগ এখনই থামার নয়। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝা়ড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মঙ্গলবারের পর থেকেই চলবে ভারী বৃষ্টি। দক্ষিণের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, দার্জিলিং, কালিম্পং উত্তর দিনাজপুরে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।