অপেক্ষার অবসান! বনগাঁ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল পদ্মার ইলিশ
প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: উৎসব মরশুমে বাংলাদেশ থেকে রাজ্যে ইলিশ আসার কথা ছিল। বিশ্বকর্মা পুজোর আগের রাতে শেষপর্যন্ত প্রথম দফায় সীমান্ত পেরিয়ে বাংলায় ইলিশ ঢুকল। গতকাল, মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক এদেশে ঢোকে। বাংলাদেশের ইউনুস সরকার প্রথম দফায় মোট ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে। খুশির হাওয়া ব্যবসায়ী মহলে।
প্রতি বছর উৎসব আবহে বাংলাদেশে সরকার ভারতে ইলিশ রপ্তানি করে থাকে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সরকার পতনের পর ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। বাংলাদেশে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর জানানো হয়েছিল ইলিশ ভারতে পুজোর আগে রপ্তানি করা হবে। গত বছর প্রাথমিক ভাবে ৩,০০০ টনের অনুমোদন থাকলেও শেষপর্যন্ত ভারতে পৌঁছেছিল ২,৪২০ টন ‘রুপোলি শস্য’। চলতি বছর ঢাকার বাণিজ্য মন্ত্রক জানিয়ে দেয়, ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ, গত বছরের থেকে অর্ধেক ইলিশ এবার পাঠানো হবে ওপার বাংলা থেকে। কিন্তু কবে নাগাদ সেই পদ্মার ইলিশ সীমান্ত পেরিয়ে আসবে, তাই নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
কিন্তু শেষপর্যন্ত মঙ্গলবার রাতে বনগাঁর সীমান্তে এসে ট্রাক দাঁড়ায়। এরপর রাত একটা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে ইলিশ বোঝাই ট্রাক ভারতে ঢুকল। মোট সাতটি ট্রাক ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এদেশে আসে। আগাম খবর পেয়ে সীমান্ত এলাকায় অপেক্ষা করছিলেন এপারের ব্যবসায়ীরা। পদ্মার ইলিশ পেয়ে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। ইলিশ হাতে ছবিও তোলা হয়। এক একটি ইলিশের ওজন এক কেজির উপরে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বাংলাদেশি অর্থে ১৫২৫ টাকা। এপারে ওই ইলিশ উৎসবের দিনে কত টাকায় বিকোবে, সেই দাম নির্ধারিত হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এরপর এই ইলিশ ছড়িয়ে যাবে, রাজ্যের বিভিন্ন বাজারে। এরপর কবে বাকি ইলিশ রাজ্যে আসবে? সেই অপেক্ষায় ব্যবসায়ীরা।