• বোনের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল! ভাইপোর কাণ্ডে তিতিবিরক্ত কাকা, শেষমেশ যা করল, ফাঁস হল একবছর পর
    আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিজের ভাইপোকে নৃশংসভাবে খুন করল কাকা। ভাইপোর শ্বাসরোধ করে খুনের পর নীল ড্রামে ভরে রাখেন নিথর দেহটি‌। এরপর মৃতদেহ সহ ওই ড্রামটিও জ্বালিয়ে দেয় কাকা। শুধুমাত্র ব্ল্যাকমেল করার জেরেই নিজের ভাইপোকে খুন করে ওই যুবক।‌

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। পুলিশ সূত্রে জানা গেছে, আগ্রার মালপুরা এলাকায় নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ আধিকারিক অতুল শর্মা জানিয়েছেন, গত বছর ১৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে। অর্ধদগ্ধ দেহটি ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হয়েছে।‌ সোমবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    মৃত তরুণের নাম, রাকেশ। ১৯ বছর বয়সি তরুণকে কাকার দোকানে নিয়ে যাওয়া হয়েছিল। দেবীরামের আরেক ভাইপো নিত্যকিশোর রাকেশকে ওই দোকানে নিয়ে যায়। এরপর দেবীরাম ও নিত্যকিশোর মিলে রাকেশের শ্বাসরোধ করে খুন করে। এরপর নীল রঙের ড্রামে দেহটি ভরে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে রাকেশের দেহ সহ ড্রামটি জ্বালিয়ে দেয় তারা। 

    সেই এলাকা থেকেই অর্ধদগ্ধ দেহটি উদ্ধার করে পুলিশ। তারপরেই ডিএনএ পরীক্ষা করা হয়। পুলিশি জেরায় মূল অভিযুক্ত দেবীরাম জানিয়েছেন, রাকেশের উপর তার ক্ষোভ ছিল। তার নাবালিকা মেয়ের অশ্লীল কিছু ছবি তুলেছিল। সেই ছবি নিয়ে ব্ল্যাকমেল করত কাকাকে। ভাইপোর এই কাণ্ডে তিতিবিরক্ত ছিল সে। সেই কারণেই খুনের পরিকল্পনা করে। 

    পুলিশ আরও জানিয়েছে, দেবীরাম কুবলপুর গ্রামের বাসিন্দা ছিলেন‌। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিত্যকিশোরের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সে এখনও পর্যন্ত পলাতক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের পর রাকেশের ফোনটি খাড়ি নদীতে ফেলে দিয়েছিল অভিযুক্তরা। 

    প্রসঙ্গত, পারিবারিক বিবাদের জেরে এর আগেও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ঘর তৈরি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে নিজের ভাই এবং ভাইপোকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নবাব জায়গীর এলাকায়। 

    আহত দুই ব্যক্তির নাম, রহমত শেখ ও আব্দুল বারিক। বর্তমানে তাঁরা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের পৈতৃক বাড়ির ছাদে নতুন করে একটি ঘর তৈরি করাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নবাব জায়গীর এলাকার বাসিন্দা জনৈক ফারুক শেখের সঙ্গে তাঁর ভাই এবং ভাইয়ের পরিবারের বাকি সদস্যদের বিবাদ চলছিল। 

    শনিবার সকাল থেকে ফারুক নতুন করে ওই বাড়ির ছাদে একটি ঘর তৈরি করার কাজ শুরু করলে তাঁর ভাই এবং ভাইপোরা সেই কাজে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়। ফারুকের বৌদি ফুলেরা বিবি অভিযোগ করেন, 'আমাদের শরিকি বাড়িতে হঠাৎ করেই ফারুক একটি নতুন ঘর তৈরি করতে শুরু করেছে। আমার ছেলে এবং স্বামী সেই ঘর তৈরিতে বারণ করলেও ফারুক শুনছিল না। গতকালকে এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তিও হয়। গতকালের ঘটনার জেরে আজ সকালে হঠাৎই ফারুক আমার ছেলে এবং স্বামীর উপর হাতুড়ি এবং চাকু দিয়ে হামলা করে।' 

    রক্তাক্ত অবস্থায় বাবা এবং ছেলে লুটিয়ে পরলে প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে তাঁদেরকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার খবর তাঁরা পেয়েছেন। তবে পরিবারের তরফ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।
  • Link to this news (আজকাল)