• প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্যের কোনও খরচ বহন নয়! বিজেপির সিদ্ধান্তে গুজরাটে প্রকাশ্যে পদ্মশিবিরের ক্ষোভ?
    আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মেয়ের কাছে যাচ্ছিলেন। জানিয়েছিলেন ‘আসছি’। কিন্তু আর যাওয়া হয়নি। এয়ার ইন্ডিয়ার উড়ানের কয়েক মিনিটেই যে বিপর্যয়, তাতে বিমানের আরও অন্যান্য যাত্রীর মতোই প্রাণ গিয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। ওই দুর্ঘটনার দগদগে ক্ষত এখনও শুকোয়নি। ভেঙে পড়া বিমান, ভেঙে পড়া আবাসন, কাতারে কাতারে মৃত্যু মিছিল দেখে শিউরে উঠেছিল বিশ্ব।

     দুর্ঘটনার দিনেই স্পষ্ট হয়েছিল রূপানির মৃত্যু। ১৫জুন সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রবিবার রূপানির পরিবারের তরফে দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলে যাওয়ার পর, তাঁর দেহ শনাক্ত করা গিয়েছে। সকাল সাড়ে এগারোটা নাগাদ চিকিৎসকেরা জানান, দেহ শনাক্তের বিষয়টি। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

    বিমান দুর্ঘটনার দিনে, জানা গিয়েছিল, ওই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তা নিশ্চিত হয় কিছুক্ষণেই। প্রথম থেকেই রূপানির পরিবার যোগাযোগ রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করার জন্য যাত্রীদের পরিবার থেকে চাওয়া হয়েছিল ডিএনএ নমুনা। পরিবার তা দেয় হাসপাতাল কর্তৃপক্ষকে এবং ডিএনএ নমুনা মিলে যাওয়ার পরেই, তাঁর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রূপানির মৃত্যুতে শোকের ছায়া নামে গুজরাটের রাজনৈতিক মহলে। ভেঙে পড়েন অনুগামীরা।

    রূপানি নেই, হয়ে গেল কয়েককমাস। তবুও তাঁর রাজ্য তোলপাড় তাঁকে নিয়েই। গুজরাটের রাজনীতিতে বিজয় রূপানিকে ঘিরেই জোর তরজা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খব, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির জাঁকজমকপূর্ণ শেষকৃত্যের খরচ বহন করতে নাকি রাজি নয় গেরুয়া শিবির। সূত্রের খবর, তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকার বিল মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো অবাক রূপানির পরিবার।

    সূত্রের তথ্য, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিল রাজকোট সফরের সময় বিতর্কের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি তা সরাসরি এড়িয়ে যান। গোটা ঘটনায় দলের সৌরাষ্ট্র গোষ্ঠীর দিনে দিনে গোষ্ঠীকোন্দল তীব্র হচ্ছে বলেই তথ্য। এই বিষয় নিয়ে গত কয়েকমাস জুড়েই আলোচনা চলছিল, কিন্তু রাজকোটে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন, রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির শেষকৃত্যের খরচ বহন করতে দলের গররাজি হওয়ার বিষয়ে প্রশ্নই এড়িয়ে যান। 

    উল্লেখ্য, রূপানির শেষকৃত্য সম্পন্ন হয়, ২০২৫ সালের ১৬ জুন, রাজকোটে। অন্ত্যেষ্টিক্রিয়ার তিন মাস পর এই বিতর্ক প্রকাশ্যে আসে।  জুলাই মাসেই পরিবার জানতে পারেন, এই বিষয়ের সমস্ত খরচ বহন করতে হবে পরিবারকে। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে রূপানীর পরিবার ঋণ পরিশোধ শুরু করে বলেও খবর। তবে, ততদিনে দলীয় স্তরে ছড়িয়ে পড়েছে একাধিক আলোচনা। বিজেপির অভ্যন্তরীণ সূত্রের তথ্য, অর্থ প্রদান অস্বীকার করার সিদ্ধান্তটি সৌরাষ্ট্রের দুই শক্তিশালী নেতা নিয়েছিলেন, তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন রূপানি সমর্থকেরাও।
  • Link to this news (আজকাল)