• হিম্মত আছে সূর্যর?‌ ভারতের টি–২০ অধিনায়ককে তীব্র আক্রমণ আপ নেতার...
    আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে কড়া ভাষায় আক্রমণ করলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। বিষয়টা কীরকম?‌

    প্রসঙ্গত, পাকিস্তান ম্যাচে টসের পর সূর্য হাত মেলাননি পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে। খেলা শেষেও টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা করমর্দন করেননি পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে। সাজঘরে ফিরেই ভারতীয়রা ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। প্রতিবাদে পাকিস্তান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়নি।পাকিস্তান ম্যাচ জিতে সূর্য স্মরণ করেছিলেন পহেলগাঁও হামলার শহিদদের। জয় উৎসর্গ করেছিলেন ভারতীয় সেনাকে। এই সব দেখেই ক্ষেপে গিয়েছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি বলেছেন, হিম্মত থাকলে পাকিস্তান ম্যাচ থেকে পাওয়া সব টাকা তুলে দিন পহেলগাঁও হামলার শহিদদের পরিবারের হাতে। ভারতের টি–২০ অধিনায়ককে রীতিমতো কড়া ভাষায় চ্যালেঞ্জ করেছেন আপ নেতা সৌরভ ভারদ্বাজ। আপের বক্তব্য, ‘‌সেই ক্ষমতাই নেই সূর্য বা বিসিসিআইয়ের।’‌

    এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর করমর্দন করেনি ভারতীয় দল। আবার চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে পাওয়া সহজ জয় সূর্যকুমার যাদব উৎসর্গ করেছেন পহেলগাঁও হামলায় নিহতদের উদ্দেশে। আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভারদ্বাজ বলছেন, ‘‌সূর্য বলল এই জয় নাকি সে উৎসর্গ করছে পহেলগাঁও হামলায় মৃতদের পরিবারের উদ্দেশে। কাজটা খুব সহজ। কিন্তু আমি এবার আপনাকে চ্যালেঞ্জ করছি। যদি আপনার হিম্মত থাকে, বিসিসিআইয়ের হিম্মত থাকে, আইসিসির হিম্মত থাকে, তাহলে যে টাকা সম্প্রচার স্বত্ত্ব থেকে, বিজ্ঞাপন থেকে, আর পুরো ব্যবসায় রোজগার হয়েছে পুরোটা ওই ২৬ জন বিধবার হাতে তুলে দিন। তাহলে আমরাও মানব, সত্যি সত্যিই এটা ওদের উৎসর্গ করা হয়েছে।’‌ 

    দিল্লির প্রাক্তন মন্ত্রী নিজেই দাবি করেছেন, তাঁর দেওয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা সূর্যকুমার যাদব বা বিসিসিআইয়ের নেই। তিনি বলছেন, ‘‌এদের সাহসও নেই, ক্ষমতাও নেই।’‌ আপ নেতার কটাক্ষ, ‘‌মুখে বলে দেওয়াটা খুব সহজ যে আমরা একে উৎসর্গ করছি, ওকে উৎসর্গ করেছি। পুরো বিষয়টাই ভীষণ লজ্জাজনক।’‌ যে মেজাজে আপ নেতা পুরো বিষয়টি বলে গিয়েছেন, তাতেও বিতর্কের অবকাশ রয়েছে। প্রশ্ন উঠছে, ভারতীয় দলের অধিনায়ককে এভাবে আক্রমণ করা যায় কিনা।

    প্রসঙ্গত, এশিয়া কাপে ভারত–পাক ম্যাচের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘‌আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।’‌ সূর্যর ওই মন্তব্যকে স্রেফ কথার কথা বলে তীব্র আক্রমণ করলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। 

    এই কথার পাল্টা এখনও বিসিসিআই কিছু বলেনি। কিছু বলেননি সূর্যকুমার যাদবও। তবে পাক ম্যাচ খেলা নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিল কেন্দ্রকে। 



     
  • Link to this news (আজকাল)