• ছাত্রীর বস্তাবন্দি পচা গলা দেহ উদ্ধার! রামপুরহাটে হাড়হিম ঘটনা, অভিযুক্ত স্কুল শিক্ষক গ্রেপ্তার ...
    আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের রামপুরহাট এলাকায় চরম চাঞ্চল্যকর ঘটনা। স্কুলছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার। পচন ধরেছে ছাত্রীর মৃতদেহে। খবর অনুযায়ী প্রায় কুড়িদিন নিখোঁজ ছিল ওই ছাত্রী। দীর্ঘদিন এমন থাকার পর অবশেষে পচা গলা মৃতদেহ উদ্ধার হলো এক সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রীর। অভিযুক্ত এক স্কুল শিক্ষক৷ ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে হুলুস্থুল। 

    জানা গিয়েছে, ছাত্রীকে প্রথমে অপহরণ করা হয়। এরপর ধর্ষণ করে খুন করা হয়। এহেন নৃশংস অভিযোগ স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে ওঠে। মৃত ছাত্রীর নাম বাহা কিস্কু। তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামে। সে রামপুরহাট শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় ওই স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে অভিযোগ। ওই ছাত্রীকে অপহরণ করে প্রথমে ধর্ষণ করা হয়েছে, এরপর খুন করা হয়েছে বলে আভিযোগ জানিয়েছেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা। 

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ আগষ্ট টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্রী বাহা কিষ্কু। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের সদস্যরা। পরে পরিবারের লোকজন জানতে পারেন শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল তাকে অপহরণ করেছে।

    এই ঘটনা স্থানীয় পুলিশকে জানালে রামপুরহাট থানার পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। এরপরই গতকাল গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাছে জলাজমি থেকে তার পচা গলা বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। মৃত দেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ।

    জানা গিয়েছে অনেকদিন ধরেই ওই ছাত্রীর উপর অভিযুক্ত মনোজ কুমারের কুনজর ছিল৷ এর আগেও একাধিকবার বিরক্ত করেছে সে৷ এদিন মেয়ের মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

    প্রসঙ্গত চলতি মাসেই আরও এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটে বীরভূমে। এক তৃণমূল নেতা খুন। মৃত তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগ সিপিএম সমর্থদের বিরুদ্ধে। বীরভূমে বোমাবাজিতে  রাজনৈতিক খুনের ঘটনা নতুন নয়। ময়ূরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষের স্বামী ও তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে বোমা মেরে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী তথা মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির অভিযোগ, গ্রামের সিপিএম সমর্থকরাই পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

     ঘটনাটি ঘটেছে গত জুলাইয়ে। গভীর রাতে মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে। শাকিলা বিবির দাবি, তৃণমূলের এক প্রভাবশালী নেতা হিসেবে বাইতুল্লা শেখের উপস্থিতিতে ওই এলাকায় বিরোধীরা ভোটে জিততে পারছিল না। তাই পূর্বপরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের সকলেই স্থানীয় এবং গ্রামের বাসিন্দা বলেও অভিযোগ করেছেন তিনি। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি তুলেছেন শাকিলা বিবি।

    ঘটনার পর থেকেই বিশিয়া গ্রামে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকাজুড়ে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
  • Link to this news (আজকাল)