• হুগলিতে দুর্ঘটনায় পড়ল উত্তরপ্রদেশের পুণ্যার্থীদের বাস, মৃত এক ...
    আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঘুমিয়ে পড়েছিল চালক! চারধাম যাত্রায় বেরিয়ে দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশের পুণ্যার্থী বোঝাই একটি বাস। দেওঘর হয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে হুগলির গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ২১ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, মৃত ওই বাসের চালক। নাম রামদেওয়া মিশ্র (‌৪৫)‌। বাড়ি বলরামপুরের কাটরায়।

    পুলিশ সূত্রে জানা গেছে, ৫৬ জন পুণ্যার্থীকে নিয়ে উত্তরপ্রদেশের একটি বাস দেওঘর থেকে মঙ্গলবার রাতে রওনা দেয় গঙ্গাসাগরের উদ্দেশে। ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে বুধবার ভোরে গুড়াপের বশিপুরে একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। বাসের গতি বেশি থাকায় লরিটিকে বেশ কিছুদুর ঠেলে নিয়ে যায় বাসটি। ঘটনায় বাসের সামনের অংশটি দুমড়ে–মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়াপ থানার পুলিশ। বাসে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে একজনের মৃত্যু হয়। বাকি পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় কমিউনিটি হলে নিয়ে গিয়ে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাস চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে। 

    পুলিশ জানিয়েছে, পুণ্যার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের যাতে থাকা খাওয়ার কোনও অসুবিধা না হয় তা দেখা হচ্ছে। এমনকী পুণ্যার্থীদেরগন্তব্যে নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র পুণ্যার্থীদের সঙ্গে দেখা করে কথা বলেন।

    হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডি এন্ড টি প্রিয়ব্রত বক্সী জানান ভোর চারটে নাগাদ উত্তরপ্রদেশ থেকে একটি বাস দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। সকলেই গঙ্গাসাগরের পুণ্যার্থী। বুধবার ভোরে গুড়াপের বশিপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত লরিতে ধাক্কা মারে। আহত হন একাধিক। তাদের মধ্যে গুরুতর আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানেই একজন মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। অন্যান্য পুণ্যার্থীদের গুড়াপ থানার কাছে একটি কমিউনিটি হলে রাখা হয়েছে। তাদের সমস্ত রকম সুযোগ–সুবিধার ব্যবস্থা করা হয়েছে। অন্য বাসে তাদের গন্তব্যে পাঠানো হবে। 

     
  • Link to this news (আজকাল)