রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক, ১৭ টি স্বাস্থ্য প্রকল্প উপহার দিলেন মুখ্যমন্ত্রী...
আজকাল | ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসা পরিষেবার উন্নতিকরণে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিল্যানাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৬৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হল নতুন উডবার্ন ওয়ার্ড। এছাড়াও রোবটিক সার্জারি থেকে ক্যানসার হাসপাতাল তৈরি ও অত্যাধুনিক মেশিন ক্রয় মিলিয়ে এসএসকেএম হাসপাতালে ১৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় সরকারি সভায় মুখ্যমন্ত্রী জানালেন, নতুন উডবার্ন ওয়ার্ডটির ১০তলা ভবনে ১৩১টি কেবিন রয়েছে। অত্যাধুনিক পরিষেবা মিলবে এই ওয়ার্ডে। সিঙ্গল কেবিনের ভাড়া ৫ হাজার। এইচডিইউ (HDU) কেবিনের ভাড়া ১২ হাজার টাকা। আইটিইউ (ITU) কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা। মুখ্যমন্ত্রী বলেন, “বেসরকারি হাসপাতালে এই চিকিৎসায় অনেক টাকা খরচ হয়। এখানে অনেকটাই কম। আমি নিজে ২ হাজার টাকা করে ভাড়া কমিয়েছি। এখন হাসপাতালের খরচ উঠবে না জানি। প্রথমে লোকসানেই চলবে।”
টাটা মুম্বই হাসপাতালের সঙ্গে রাজ্যের যৌথ উদ্যোগে দু’টি ক্যানসার হাসপাতাল তৈরি কথা জানালেন মমতা। এসএসকেএম চত্বরে তৈরি হচ্ছে ক্যানসার হাসপাতাল। অন্যটি তৈরি হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়াও সরকারি উদ্যোগে রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে। তৈরি হচ্ছে পূর্ব ভারতে সর্বপ্রথম বোন ব্যাঙ্কও।
এছাড়াও কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হয়েছে। ২৫.৭১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ভবন। এছাড়াও ২৪.৪৯ কোটি টাকা ব্যয়ে লি রোডের উপর তৈরি হয়েছে ৭ তলা ছাত্রাবাস। ১৬ কোটি ব্যয়ে স্বাস্থ্য ভবনের নতুন ভবন অ্যানেক্স–১ তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে ৩২.৯২ কোটি টাকা ব্যয়ে ড্রাগ কন্ট্রোল অধিদপ্তরে আধুনিক ভবনও। সঙ্গে বেশ কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী।