• রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি! ৫৮ কেজি সোনা ও ১ কোটি টাকা লুট, তদন্তে পুলিশ
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর: সেনার পোশাকে ডাকাতি! কর্ণাটকের বিজয়পুরাতে চাঞ্চল্যকর ঘটনা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫৮ কেজি সোনা, (যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা) ও ১ কোটি টাকা নগদ নিয়ে চম্পট দিয়েছে ডাকাতরা। ঘটনাটি গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে কর্ণাটকের বিজয়পুরা জেলার চাঁদাচন শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখায়। ঠিক যেন সিনেমার দৃশ্যের মতো ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঢুকে পড়ে ডাকাত দল। সেনার পোশাক পরে থাকায় প্রথমে কারোর সন্দেহ হয়নি। পরে ব্যাঙ্কে ঢুকেই কর্মীদের ধমকাতে থাকে তারা। বন্দুক দেখিয়ে ব্যাঙ্কের ম্যানেজার ও কোষাধ্যক্ষকে গয়না ও নগদ দিতে বলে ডাকাতরা। এমনকী ব্যাঙ্কের কর্মীদেরও বেঁধে ফেলে ওই ডাকাত দল।তাই পুলিশকে ফোন বা অ্যালার্ম বাজানোর সুযোগ পায়নি কেউই। গোটা ব্যাঙ্কে বন্দুক নিয়ে দাপাদাপি করে ১ কোটি টাকা ও ৫৮ কেজি সোনা নিয়ে পালিয়ে যায় তারা। গোটা ঘটনাটি পুলিশকে জানান ব্যাঙ্কের ম্যানেজার। তদন্তে নেমে পুলিশ এলাকার ও ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। যদিও অভিযুক্তদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে ডাকাতদের ব্যবহৃত গাড়িটি পাওয়া গিয়েছে মহারাষ্ট্রের দিকে যাওয়ার রাস্তার উপর। পুলিশের অনুমান ডাকাত দল মহারাষ্ট্রেই পালিয়েছে। সেই কারণে মহারাষ্ট্র পুলিশের সাহায্য চেয়েছে কর্ণাটক পুলিশ। ঠিক কয়েকমাসে আগেই বিজয়পুরাতেই একইভাবে অন্য একটি ব্যাঙ্কে ডাকাতি হয়। যদিও সেই ডাকাতির সঙ্গে ব্যাঙ্কের ম্যানেজার সহ কয়েকজন কর্মী যুক্ত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। তদন্ত প্রক্রিয়া শেষ করা হয়। কিন্তু কয়েকমাস বাদেই ফের সেই ডাকাতির ঘটনা ঘটনা আতঙ্কে সাধারণ মানুষ। 
  • Link to this news (বর্তমান)