• নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মায়ের এআই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে কংগ্রেসকে নির্দেশ পাটনা হাইকোর্টের
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা, ১৭ সেপ্টেম্বর: বিহারে ভোটের আগে বিপাকে কংগ্রেস শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে এআই ব্যবহার করে একটি ভিডিও বানায় কংগ্রেসের বিহার ইউনিট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েও দেয় হাত শিবির। যা রীতিমতো ভাইরাল হয়। সেই এআই ভিডিও অবিলম্বে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে কংগ্রেসকে নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। আজ, বুধবার পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্ত্রি কংগ্রেসের বিহার ইউনিটকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ওই বিতর্কিত ভিডিও সরিয়ে ফেলতে হবে।গত ১০ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার ইউনিট কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে একটি ৩৬ সেকেন্ডের ভিডিও বানায়। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে দেখানো হয়েছিল। সেই ভিডিওর বিষয়বস্তু ছিল- প্রধানমন্ত্রী তাঁর মাকে স্বপ্নে দেখছেন। তাঁর মা বিহারের ভোট, ভোটচুরি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর রাজনীতির সমালোচনা করছেন। সেই এআই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। যার ভিত্তিতে পাটনা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছেন পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। 
  • Link to this news (বর্তমান)