• দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর বস্তাবন্দি অবস্থায় উদ্ধার নাবালিকার মৃতদেহ, গ্রেপ্তার শিক্ষক, চাঞ্চল্য রামপুরহাটে
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: প্রায় একমাস ধরে নিখোঁজ ছিল নাবালিকা স্কুলছাত্রী। তার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটের কালিডাঙা গ্রামে। গত ২২ আগস্ট থেকে নিখোঁজ ছিল সে। স্কুল যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় সন্ধান করেও কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা ছিলেন গভীর চিন্তায়। থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। গতকাল, মঙ্গলবার গভীর রাতে ওই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয় কালিডাঙা গ্রামেরই একটি নির্জন এলাকা থেকে। একাধিক টুকরো করা হয়েছে ওই নাবালিকার দেহের, জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ওই শিক্ষকই এই ঘটনার সঙ্গে যুক্ত। নাবালিকাটির স্কুলেই পড়ায় অভিযুক্ত শিক্ষক।জানা গিয়েছে, ওই নাবালিকাকে গায়ে হাত বা স্পর্শ করার অভিযোগ ছিল শিক্ষকটির বিরুদ্ধে। বিষয়টি নিজের মাকে আগেই জানিয়েছিল ওই নাবালিকা। মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ জানাতে গিয়ে ওই নাবালিকার মা পুলিশকে গোটা বিষয়টি মৌখিকভাবে জানিয়েছিলেন। তখনই পুলিশের সন্দেহ হয়। তারপরেই প্রথমে ওই শিক্ষককে আটক করা হয়। দীর্ঘদিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর নাবালিকাকে অপহরণ করে খুনের কথা স্বীকার করে সে। খুনের পর দেহটি কোথায় ফেলে দিয়েছে সেটাও জানায় ওই শিক্ষক। সেইমতো পুলিশ তদন্ত করে বস্তাবন্দি দেহটি গতকাল, মঙ্গলবার রাতে উদ্ধার করে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুই কী খুন? নাকি ধর্ষণও করা হয়েছে ওই নাবালিকাকে? তদন্ত করে দেখছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)