• ৫৪ বছর পর ফের কাশীপুর রাজবাড়িতে হচ্ছে না দুর্গাপুজো
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর: দীর্ঘ ৫৪ বছর পর এবারে পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে হচ্ছে না দুর্গাপুজো। ফলে ভ্রমণ পিপাসুদের জন্য এবছর রাজবাড়ির দরজা বন্ধ থাকছে। জানা গিয়েছে, রাজবাড়িতে রাজ পরিবারের কন্যা মহেশ্বরী দেবীর তত্ত্বাবধানে তাঁর পুত্র আনসুল রাজাওয়াত পুজোর আয়োজন করে থাকেন। তবে আনসুল বাবুর স্ত্রী ভি দেওরা রাজাওয়াত গতকাল, মঙ্গলবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাই এবছর পুজো হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর রাজবাড়িতে আলাদা করে দুর্গাপুজো হয়।সাধারণ মানুষের জন্য সারা বছর রাজবাড়ির দরজা বন্ধ থাকে। তবে পুজোর সময় সাধারণ মানুষের জন্য সপ্তমী থেকে দশমী পর্যন্ত রাজবাড়ির দরজা খুলে দেওয়া হয়। কিন্তু এবছর সেই সুযোগ আর থাকছে না। রাজ পরিবারের উত্তরসূরী আনসুল বাবু বলেন, ৫৪ বছর আগে ১৯৭২ সালে শেষ রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিংদেও মারা গিয়েছিলেন। সেই বছরও দুর্গাপুজো হয়নি। এবছর আমার স্ত্রী মারা গেলেন। তাই রাজবাড়িতে পুজো হবে না। কাশীপুরে নিয়ম মেনে আমার স্ত্রীর সৎকার্য করা হচ্ছে।’ রাজবাড়িতে পুজো না হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিষাদের সুর নেমে এসেছে। কারণ বছরে এই একটি সময়ে রাজবাড়ির দরজা খোলে সাধারণ মানুষদের জন্য। রাজবাড়ির ভিতরে ঢুকে সবটাই দেখার সুযোগ হয় সকলের। কিন্তু চলতি বছরে সেই সুযোগ আর থাকছে না।
  • Link to this news (বর্তমান)