• বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে শুরু করল পদ্মার ইলিশ
    দৈনিক স্টেটসম্যান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • পুজোর আগে বাংলাদেশ থেকে পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল ইলিশ মাছ। মঙ্গলবার গভীর রাতে ভারতে ঢোকে তিন ট্রাক ভর্তি ইলিশ মাছ। প্রতিটি ট্রাকে ৪ টন করে মাছ রয়েছে। প্রত্যেকটি ইলিশ এক থেকে দেড় কেজি ওজনের। বুধবারই অনেক বাজারে এই ইলিশ পৌঁছে গিয়েছে। আজ বাকি বাজারগুলিতেও পদ্মার ইলিশ মাছ পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

    বাংলাদেশ সরকার ৩৭টি সংস্থাকে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে যে কোনও সময়ে প্রতিবেশী দেশের সরকার মাছ রপ্তানি করার অনুমতি বাতিল করে দিতে পারে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির বরাত দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কত পরিমাণ মাছ ভারতে প্রবেশ করে এখন সেটাই দেখার। ভারতে বাজার অনুযায়ী দাম নির্ধারণ করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যের ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, হাওড়ায় বুধবারই পদ্মার ইলিশ ঢুকে গিয়েছে। ২–১ দিনের মধ্যেই পাইকারি মাছ বাজারে পৌঁছে যাবে। তারপর সেখান থেকে যাবে খুচরো বাজারে। ১৬০০ টাকা থেকে মাছের দাম শুরু হতে পারে।

    ২০২৪ সালে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর পুজো উপলক্ষে বাংলাদেশের ইলিশ এদেশে আসা নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। যদিও গত বছর পুজোয় বাংলাদেশ থেকে ২৪২০ মেট্রিক টন ইলিশ ভারতে আসার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত ৫৭৭ মেট্রিক টন মাছ আসে।

    উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর সেভাবে গভীর সমুদ্রে যেতে পারেননি এ রাজ্যের মৎস্যজীবীরা। সেই কারণে বাজারে বিকোচ্ছে গুজরাত ও মুম্বইয়ের ইলিশ মাছ। যদিও তাতে ক্রেতার মন ভরছে না। কারণ এই দুই জায়গার ইলিশে সেই চেনা গন্ধ পাচ্ছেন না বাঙালিরা। এদিকে আবহাওয়ার উন্নতির কারণে ফের ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। অন্যদিকে বাংলাদেশ থেকেও ঢুকতে শুরু করেছে ইলিশ। এর ফলে পুজোর আগে আশার আলো দেখছেন খাদ্যরশিক বাঙালিরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)