• ১৯ তলা থেকে পড়ে মহিলার রহস্যমৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতার এক অভিজাত আবাসন থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পূর্ব কলকাতার আরবানা কমপ্লেক্সের ৪ নম্বর টাওয়ারের ১৯ তলা থেকে নীচে পড়ে যান তিনি। মঙ্গলবার সকালে আবাসনের নীচ থেকে উদ্ধার হয়েছে মহিলার রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সঞ্চিতা আগারওয়াল। উঁচু থেকে পড়ার কারণে মহিলার মাথার খুলি ফেটে গিয়েছিল। মহিলার ডান উরুতেও গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। আবাসনের নীচ থেকে মহিলার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

    মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মহিলাটি অসাবধানতার জেরে নীচে পড়ে গিয়েছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে দুই মেয়ে ও স্বামী নিয়ে পূর্ব কলকাতার এই বিলাসবহুল আবাসনে থাকতেন সঞ্চিতা আগারওয়াল। তাঁর দুই সন্তান সুহানা ও ভূমি আগারওয়াল তাঁর মৃতদেহ সনাক্ত করেছেন। তাঁদের কথায় কয়েকদিন ধরে সঞ্চিতা মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়িতে চুপচাপ থাকতেন তিনি। অবসাদের জেরেই মহিলা আবাসনের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছেন।

    তদন্তকারী পুলিশ আধিকারিকরা ৪৫তলা আবাসনের ১৯তলায় মহিলার বাড়িতে গিয়ে দেখেছেন ব্যালকনির সামনে একটি বসার টুল রাখা ছিল। অনুমান সেই টুল থেকেই নীচে ঝাঁপ দিয়েছেন বছর ৪৪-এর মহিলা। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মহিলার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। কেন মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)