রাজ্যের শিল্প ও শ্রমিকদের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ফের রাজনৈতিক মহলে চর্চার মুখে পড়তে হয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বকর্মা পুজোর উন্মাদনা আর আগের মতো নেই এই কথা তিনি স্বীকার করে নিলেও বিরোধী পক্ষের দাবি অনুযায়ী রাজ্যের শিল্প ক্ষেত্রে বিপ্লবের পথের বাধা যে তৃণমূল এই কথা তিনি তাঁর প্রতিক্রিয়ায় অস্বীকার করেছেন।
রাজ্যের শিল্পের প্রসঙ্গে সিঙ্গুরে টাটা-ন্যানো প্রকল্প বন্ধ হওয়া বিষয়টিকে কেন্দ্র করে এখনও বিরোধী দলগুলি তৎকালীন রাজ্যের বিরোধী দল তৃণমূলকে দায়ী করে। এই ঘটনায় স্পিকার স্পষ্ট জানিয়েছেন, সিঙ্গুরে এই প্রকল্প হলেই যে রাজ্যে শিল্পের উন্নতি হত তা নয়। সিঙ্গুরই একমাত্র ইন্ডাস্ট্রি নয়। এ ক্ষেত্রে কৃষকদের জমি অধিগ্রহণের বিষয়টি মনে রাখা প্রয়োজন। কৃষকরাই প্রতিবাদ জানিয়েছিলেন। আর যে ন্যানো গাড়িকে ঘিরে এই বিতর্ক সেই গাড়িও আজ আর বাজারে নেই।
পরিযায়ী শ্রমিকদের নিয়েও কথা বলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরে কাজ করা শ্রমিকদের আমরা সাধারণত ‘পরিযায়ী’ শ্রমিক বলে থাকি। এই ‘পরিযায়ী’ শব্দের তিনি বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘আমাদের পরিচয় আমরা ভারতবাসী। কিন্তু কাজের জন্য অন্য রাজ্যে গেলেই তাঁদের ‘পরিযায়ী’ হিসেবে ডাকি। এক্ষেত্রে এই শব্দের ব্যবহার খুবই আপত্তিকর মনে হয়।’ বিশ্বকর্মা পুজোর আগে স্পিকারের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে।