• ঐক্যে জোর, পুজোর আগে শেষ বৈঠকে অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • এবার তাঁর নজরে বসিরহাট, যাদবপুর এবং ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলা। পদ্ম শিবিরের কুৎসা রুখতে ঐক্যবদ্ধ হয়ে লড়ার ডাক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। মঙ্গলবারের সাংগঠনিক বৈঠকে ‘নরম সুরে’ জেলা নেতৃত্বকে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন অভিষেক। উল্লেখ্য, উল্লেখিত প্রত্যেক সাংগঠনিক জেলাতেই তৃণমূলের দাপট অব্যাহত। লোকসভার ফলাফল আগামী বিধানসভাতেও ধরে রাখতে হবে, এদিন সেই বার্তাই দিলেন তিনি। এটাই ছিল দুর্গোৎসবের আগে অভিষেক বন্দোপাধ্যায়ের শেষ বৈঠক।

    অন্যান্য দিনের মতোই এদিনও জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারের উন্নয়নমূলক প্রচারেও জোর দিতে বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। আলোচনা হয় জেলার টাউন, ব্লক সভাপতি পরিবর্তন ও পরিমার্জন নিয়েও। চিরাচরিত ভঙ্গিতে এদিনও গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে কড়াকড়ি অবস্থান নিয়েছেন অভিষেক। তাঁর পরামর্শ, দলের অন্দরে সম্প্রীতি বজায় রাখতে হবে। এদিনের বসিরহাট সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাহানুর মন্ডল ওরফে লিটন, চেয়ারম্যান সরোজ বন্দোপাধ্যায়, বিধায়ক সুকুমার মন্ডল, রবিউল ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ-সহ প্রমুখ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)