• ‘সব জায়গা থেকে মুছতে হবে মোদির মায়ের AI ভিডিও’, কংগ্রেসকে নির্দেশ আদালতের
    প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে ‘অপমান’-এর ঘটনায় কড়া পদক্ষেপ পাটনা হাই কোর্টের। বুধবার আদালতের তরফে কংগ্রেসকে নির্দেশ দেওয়া হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সোশাল মিডিয়ায় মোদির মায়ের যে ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই সব ভিডিও মুছতে হবে।

    সম্প্রতি বিহার কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি AI ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিও-তে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীর স্বর্গগত মা স্বপ্নে তাঁকে বকাবকি করছেন। ওই ভিডিও-তে AI-এর মাধ্যমে মোদির মাকে দিয়ে বলানো হয়েছে, “বাবা নরেন। ভোটের জন্য আর কতটা নিচে নামবে। প্রথমে তুমি আমাকে নোটবন্দির লাইনে দাঁড় করালে। তারপর আমাকে প্রণাম করারও রিল বানালে। এবার বিহারেও আমার নামে রাজনীতি করছ। অপমানজনক পোস্টার ব্যানার ছাপছো। রাজনীতির নামে আর কত নিচে নামবে?” ওই ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেসের তরফে পোস্ট করে বলা হয়, “সাহেবের মা তাঁর স্বপ্নে এসেছেন। দেখুন কী মজাদার কথা হল?”

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে এআই ভিডিওর পালটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল পাটনা হাই কোর্টে। বুধবার সেই মামলার শুনানিতে পাটনা হাই কোর্টের প্রধান বিচারপতি পিবি বাজন্তরি জানান, সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী গোপনীয়তা, আত্মমর্যাদার মতো মৌলিক অধিকার খুন্ন করে এই ভিডিও। এই ধরনের ভিডিও অসম্মানজনক ও অপ্রীতিকর। ফলে এই ধরনের ভিডিও অবিলম্বে সোশাল মিডিয়া থেকে মুছতে হবে। এবং ভিডিও যাতে আর প্রচার না পায় সে বিষয়েও পদক্ষেপ নিতে হবে।

    উল্লেখ্য, ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছিল বিজেপি। বলা হয়, প্রধানমন্ত্রী মোদি সবসময় ব্যক্তিগত জীবন থেকে রাজনীতিকে আলাদা রাখতে পছন্দ করেন। তাঁর মা-কে নিয়ে এভাবে আক্রমণ, শুধু গোটা দেশকে বিভ্রান্ত করাই নয়, দেশের সব মা-বোনেদের অপমান। প্রধানমন্ত্রী নিজেও জানিয়েছিলেন, আমার মায়ের তো রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। তাহলে তাঁকে টেনে আনা কেন? পালটা কংগ্রেসের সোশাল মিডিয়া সেলের প্রধান পবন খেরা বলেন, “একজন মা তাঁর সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন। এতে অপমানের কী আছে।” চরম বিতর্কের পর এবার এই ইস্যুতে পদক্ষেপ নিল হাই কোর্ট।
  • Link to this news (প্রতিদিন)