• বঙ্গে ফের কংগ্রেসের সঙ্গে জোট! কী বলছে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব?
    প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বছর ঘুরলেই বাংলায় ভোটের দামামা বেজে যাবে। কিন্তু এখনও কংগ্রেসের সঙ্গে জোটের বিষয় কোনও সিদ্ধান্ত হয়নি। সময় হলেও কংগ্রেস হাইকমান্ডের পাশাপাশি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা হবে, জানালেন সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি।

    শনি ও রবিবার দিল্লিতে পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেখানে ভোটার তালিকা সংশোধন, বিহার নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে একজনও প্রকৃত ভারতীয় নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। পার্টির নিচুতলার কর্মীদের সেদিকে কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের সক্রিয় বিরোধিতার পাশাপাশি পার্টির নেতাকর্মীরা যাতে এই কাজে অংশ নেয় তাও নিশ্চিত করতে হবে বলে সিদ্ধান্ত নেয় সিপিএম কেন্দ্রীয় কমিটি।

    তবে কেরালার পার্টিকেও সতর্ক করে দেওয়া হয় বলে জানান বেবি। তিনি জানান, পরপর দু’বার ক্ষমতায় থাকাটা কেরালায় একটা ইতিহাস। স্বাধীনতার পর কোনও সরকার দু’বার টানা ক্ষমতায় থাকতে পারেনি। ফলে নেতা কর্মীরা আত্মতুষ্টিতে ভুগতে পারেন। তাই নেতৃত্বকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, কংগ্রেসের সঙ্গে জোট করে আদৌ লাভ হয় কিনা, এ নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে প্রশ্ন উঠে গিয়েছে। সিপিএমের রাজ‌্য কমিটির বৈঠকে উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার নেতৃত্ব জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে জোট হলে লাভ হয় না। বাম প্রার্থীকে কংগ্রেসি ভোটাররা ভোট দেয় না! আবার জোট নিয়ে এখনও কংগ্রেসের তরফে তেমন আগ্রহ দেখানো হয়নি। তা সত্ত্বেও সিপিএমের একাংশ রাজ্যে জোট করতে মরিয়া। যদিও দলের সর্বোচ্চ নেতা বেবি বলে দিলেন, এখনও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি।
  • Link to this news (প্রতিদিন)