• বাস্তবের ‘মানি হাইস্ট’! স্টেট ব্যাঙ্ক থেকে লুট ২০ কেজি সোনা ও কোটি টাকা, তদন্তে দুই রাজ্যের পুলিশ
    প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘Money Heist’-এর বাস্তব প্রতিচ্ছবি। একেবারে নিখুঁত পরিকল্পনায় ব্যাঙ্কে হানা দিয়ে ‘রাজার ধন’ লুটে নিয়ে গেল ডাকাত দল। ব্যাঙ্ক কর্মীদের দড়ি দিয়ে বেঁধে দুষ্কৃতীরা নিয়ে গেল ২০ কেজি সোনা ও নগদ এক কোটি টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বিজয়পুরা শহরে স্টেট ব্যাঙ্কের এক শাখায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে সন্ধ্যা ৬টা নাগাদ সেখানে আসে সেনার পোশাক পরা কয়েকজন ব্যক্তি। কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যাঙ্কে ঢুকে এই ডাকাতদলের কয়েকজন সোজা ম্যানেজারের ঘরে। পিস্তল দেখিয়ে খুনের হুমকি দিয়ে ব্যাঙ্কের বাকি কর্মীদের এক জায়গায় জড়ো করে তারা। বেঁধে ফেলা হয় সকলকে। বিপদঘণ্টা বাজানোর সুযোগও পাননি ব্যাঙ্ক কর্মীরা। এরপরই শুরু হয় লুট। এক কোটি নগদ টাকা ও ২০ কেজি সোনা (যার বাজার দল ২০ কোটি টাকার বেশি) নিয়ে চম্পট দেয় তারা।

    ব্যাঙ্ক ডাকাতির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিতিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি যে গাড়িতে করে ডাকাতদল এসেছিল সেটিকে রাস্তার পাশে এক জায়গায় উদ্ধার করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, অপরাধীরা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। সেইমতো যৌথভাবে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র ও কর্নাটক পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজ।

    উল্লেখ্য, গত জুন মাসে একইভাবে ডাকাতি হয়েছিল কর্নাটকের বিজয়পুরায় কানাড়া ব্যাঙ্কের একটি শাখায়। সেবার ৫৯ কেজি সোনা ও কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ডাকাতরা। সেই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় ব্যাঙ্কের ম্যানেজার ও বেশ কয়েকজন কর্মীকে।
  • Link to this news (প্রতিদিন)