বিনামূল্যে মহিলাদের অসুখের নির্ণয় ও নিরাময়, জন্মদিনে নতুন প্রকল্পের সূচনা মোদির
প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। আর সেদিনই তিনি সূচনা করলেন ‘স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান’ প্রকল্পের। মহিলা, কিশোরী ও শিশুকন্যাদের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবাই এই প্রকল্পের লক্ষ্য। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়াই লক্ষ্য প্রধানমন্ত্রীর। এবার সেই লক্ষ্যেই নিজের জন্মদিনে নতুন প্রকল্পের সূচনা করলেন তিনি।
এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্বচ্ছ নারী, সশক্ত পরিবার অভিযান’-এর লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক পোষণ (পুষ্টি), ফিটনেস ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পৌঁছনো। নারী-কেন্দ্রিক প্রতিরোধমূলক, প্রচারমূলক এবং নিরাময়মূলক স্বাস্থ্যসেবা প্রদান করাই যার মূল লক্ষ্য। জানানো হয়েছে, অ-সংক্রামক অসুখ, অ্যানিমিয়া এবং যক্ষ্মার মতো অসুখের দ্রুত নির্ণয় ও নিরাময়ের পাশাপাশি মাতৃত্ব, শিশু ও নাবালিকাদের স্বাস্থ্য বিষয়ক তত্ত্বাবধানের মতো বিষয়ের দিকে নজর রাখা হবে।
সরকারি বিবৃতি অনুসারে, এই অভিযানটি ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারা দেশের আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র (সিএইচসি), জেলা হাসপাতাল এবং অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। অন্তত ১ লক্ষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যা দেশের নারী ও শিশুদের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প হিসেবে পরিগণিত হতে চলেছে।
প্রসঙ্গত, মোদির ৭৫তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছে দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শাসকদলের নেতৃত্ব তো বটেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। একে একে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গোটা বিশ্ব থেকে অভিনন্দন জানানো হয়েছে মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা।