• দুষ্টুমি করায় লাঞ্চ বক্স ছুড়লেন শিক্ষিকা, ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার মাথায় চিড়! দায়ের অভিযোগ 
    প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রেণিকক্ষে দুষ্টুমি করছিল ছাত্রী। অভিযোগ, তাতেই রেগে গিয়ে লাঞ্চ বক্সের ব্যাগ ছুঁড়ে মারেন শিক্ষিকা। তাতে গুরুত্বর আহত ষষ্ঠশ্রেণির ছাত্রী। মাথায় খুলিতে চিড় ধরেছে তার। শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ছাত্রীর পরিবার।

    আহত ছাত্রীর নাম সাত্বিকা নাগাশ্রী। সে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার পুঙ্গানুরের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। তাঁর মা সেই স্কুলেরই বিজ্ঞানের শিক্ষিকা। স্কুলে দুষ্ঠুমি করায় হিন্দির শিক্ষিকা সাত্বিকা লাঞ্চ বক্স ছুড়ে মারেন বলেন অভিযোগ। তাতে মাথায় আঘাত লাগে বালিকার। ছাত্রী কান্নাকাটি করলে ছুটে আসেন তার মা। প্রমথে তিনি বিষয়টিকে গুরুত্ব দেন নি। পরে পড়ুয়ার মাথা ব্যথা শুরু হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অন্য একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে সিটি স্ক্যান করতেই ধরা পড়ে বালিকার মাথায় চিড় ধরেছে। পড়ুয়া  হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই শিক্ষিকা ও স্কুলের প্রধান শিক্ষককের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ছাত্রী মা ও বাবা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি স্কুলের এক শিক্ষককের বিরুদ্ধে ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার হাত তিন জায়গায় ভেঙেছে। শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)