• কমলা সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণেও চলবে নাছোড় বৃষ্টি
    প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: নাছোড় বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলায়। দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে। উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা এদিনও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন শরতেও মেঘলা আকাশ থাকবে বলে খবর। কবে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে।

    দেশের বিভিন্ন রাজ্যে বর্ষার বিদায়পর্ব শুরু হয়েছে। রাজস্থান থেকে ১৪ সেপ্টেম্বর বর্ষা বিদায় নিয়েছে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব। কিন্তু বাংলায় এখনও বর্ষার বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বুধবার ও আগামী কাল, বৃহস্পতিবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

    অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায়। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আগামী শনিবার পর্যন্ত ওই বৃষ্টি চলবে। ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা থাকছে। প্রশাসনের তরফে পরিস্থিতি সম্পর্কে নজরদারিও চলছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ আট জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলাতে।

    কলকাতার আকাশ এদিন সকাল থেকেই মেঘাছন্ন। আজ, বৃহস্পতিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ। কবে বর্ষা বাংলা থেকে বিদায় নেবে? পুজোর সময়েও কি বৃষ্টি চলবে? সেই প্রশ্ন থাকছেই।
  • Link to this news (প্রতিদিন)