পুজোর আগে কর্মীদের জন্য বড় ঘোষণা, আগাম মিলবে বেতন, পেনশন, লক্ষ্মী ভাণ্ডার!
হিন্দুস্তান টাইমস | ১৭ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপুজোর উৎসবকে ঘিরে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত ও অনুদান প্রকল্পভোগীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই নবান্ন জানাল, পুজোর ছুটির আগেই সরকারি কর্মীরা হাতে পাবেন বেতন, মজুরি ও সাম্মানিক। একইসঙ্গে নির্দিষ্ট দিনে পৌঁছে যাবে পেনশন ও সামাজিক সুরক্ষা প্রকল্পের অনুদানের টাকা।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত দফতরের কর্মীদের বেতন, সাম্মানিক ও মজুরি প্রদান করা হবে। আর ১ অক্টোবর থেকে অবসরপ্রাপ্তদের হাতে পৌঁছে যাবে পেনশনের টাকা। একই দিনে লক্ষ্মীর ভান্ডার, জয় বাংলা-সহ অন্যান্য অনুদান প্রকল্পের সুবিধাভোগীরাও তাঁদের প্রাপ্য অর্থ পাবেন। প্রসঙ্গত, সোমবারই কেন্দ্রীয় সরকার জানায়, পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় দফতরের কর্মীদের বেতন মাসের শেষে নয়, আগেই দেওয়া হবে। নির্ধারিত হয়েছে ২৬ সেপ্টেম্বর। সাধারণত প্রতি মাসের শেষ দিনে বেতন দেওয়া হলেও এবারের দীর্ঘ ছুটির তালিকা এবং উৎসবের মরশুমের কারণে কেন্দ্র এই বিশেষ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকারও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিল।
আধিকারিকদের মতে, শারদোৎসবের আগে আগাম বেতন ও পেনশন পাওয়ায় কর্মচারীদের খরচ চালাতে সুবিধা হবে। বাজারে কেনাকাটা, নতুন পোশাক থেকে শুরু করে পারিবারিক ব্যয় সব কিছু মেটানো অনেক সহজ হয়ে যাবে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার ও জয় বাংলার মতো প্রকল্পের টাকা হাতে পাওয়ায় রাজ্যের বহু সুবিধাভোগী পরিবারও উৎসবের আনন্দে শামিল হতে পারবেন। নবান্ন সূত্রে খবর, এই পদক্ষেপ মূলত কর্মচারী, পেনশনভোগী এবং অনুদানপ্রাপকদের আর্থিক সুরাহা দিতেই নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে যাতে কেউ অর্থকষ্টে ভুগতে না হয়, সেদিকেই বিশেষ নজর দিয়েছে সরকার।