• শিক্ষককে মার, অভিযুক্ত নেতা
    আনন্দবাজার | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • স্কুলে ঢুকে ভারপ্রাপ্ত শিক্ষককে মারধরের অভিযোগ উঠল পরিচালন সমিতির সভাপতি এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক (টিচার-ইন-চার্জ) মৃণালকান্তি পালকে ঘাড় ধাক্কা দিয়ে, মারধর করে গেটের বাইরে বার করে দেন। পরে, গেট বন্ধ করে দেওয়া হয়। স্কুল সূত্রের দাবি, ঘটনার ছবি ধরা পড়েছে স্কুলের সিসি টিভি ক্যামেরায়। যদিও স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য ত্রিদিব তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানেননি। ঘটনা নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। তৃণমূলের তরফে রাজ্য স্তরে কেউ মুখ খোলেননি। দলীয় সূত্রে বলা হয়েছে, খোঁজ নেওয়া হবে।

    যদিও ত্রিদিব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন, তিনি কাউকে ধাক্কা দেননি। বরং, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকই তাঁকে মারধর করেছেন। এ বিষয়ে মন্তব্য করতে চাননি তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার।
  • Link to this news (আনন্দবাজার)