• এসবিআইয়ের শাখায় ভয়াবহ ডাকাতি, ৫৮ কেজি সোনা ও নগদ ৮ কোটি লুঠ করে হাওয়া ডাকাতদল
    আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এসবিআইয়ের শাখায় ভয়াবহ ডাকাতি। তবে পশ্চিমবঙ্গে নয়, কর্নাটকে। জানা গেছে, কর্নাটকের বিজয়পুরা শহরে দেশি পিস্তল দেখিয়ে ব্যাঙ্কে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে কোটি কোটি টাকা লুঠ করে পালিয়েছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, কর্মীদের চেয়ারের সঙ্গে বেঁধে মোট প্রায় ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা।

    জানা গেছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে বিজয়পুরার এসবিআইয়ের শাখায় ঢুকে পড়ে ডাকাতরা। ব্যাঙ্ককর্মীদের দাবি, অভিযুক্তদের পরনে ছিল সেনার পোশাক। ব্যাঙ্কে ঢুকেই ডাকাতদলটি সোজা যায় ম্যানেজারের চেয়ারের কাছে। তার পর কোষাধ্যক্ষের সামনে। পিস্তল দেখিয়ে ব্যাঙ্ককর্মীদের হুমকি দেওয়া হয়। তার পর সমস্ত ব্যাঙ্ককর্মীদের বেঁধে ফেলে ডাকাতদল। এ্যালার্ম বেল বাজানোর সময়ও পাননি ব্যাঙ্ককর্মীরা।

    অভিযোগ, এর পর কয়েক মিনিট ধরে ব্যাঙ্কে কার্যত তাণ্ডব চালায় ডাকাতদলটি। কোটি কোটি টাকা এবং কেজি কেজি গয়না নিয়ে বেরিয়ে যায় তারা।পুলিশ সূত্রে জানা গেছে, যে গাড়ি করে দলটি এসেছিল, সেটি একটি রাস্তায় পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, মহারাষ্ট্রের দিকে পালিয়েছে ওই ডাকাতদল। ডাকাতদলকে ধরার জন্য কর্নাটক এবং মহারাষ্ট্র পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। জায়গায় জায়গায় নাকা তল্লাশি চলছে। চলছে রাস্তায় রাস্তায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ।

    প্রসঙ্গত, গত জুন মাসে কর্নাটকের বিজয়পুরাতেই কানাড়া ব্যাঙ্কে ডাকাতি হয়েছিল। সে বার ৫৯ কেজি সোনা এবং ৫ লক্ষ ২০ হাজার টাকা লুঠ হয়। আড়াই মাসের মধ্যে একই শহরে ফের ব্যাঙ্ক ডাকাতি হল। সে বার ডাকাতদলের সঙ্গে যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ব্যাঙ্কের ম্যানেজার–সহ বেশ কয়েক জন কর্মীকে। এবার তদন্তে কী উঠে আসে সেটাই দেখার। আর তা সম্ভব হবে ডাকাতদলকে ধরা গেলেই। 

     
  • Link to this news (আজকাল)