যুবতীর 'ওইখানকার' তিল পর্যন্ত খুঁজে বার করল AI! গুগল জেমিনি শাড়ি ট্রেন্ডে আতঙ্ক
আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে বিশ্বজুড়ে চলছে একদিকে কৌতূহল, অন্যদিকে ভয়। গুগলের জেমিনি এআই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নানা নতুন ট্রেন্ডের জন্য। বিশেষত “শাড়ি ট্রেন্ড” এখন নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সাধারণ ছবি আপলোড করলেই এআই সেটিকে শাড়ি পরা চেহারায় রূপান্তর করে দেয়। কিন্তু এই মজার ফিচার এবার এক তরুণীর কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী ঝলক ভাওনানি একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি পূর্ণ হাতা জামা পরা নিজের ছবি জেমিনি এআই–তে আপলোড করেছিলেন। তাঁর দাবি, ছবিতে হাত সম্পূর্ণ ঢাকা ছিল। কিন্তু শাড়ি ট্রেন্ডের রেজাল্টে দেখা যায় তাঁর বাঁ হাতে একটি তিল—যেটি বাস্তবেও রয়েছে। বিষয়টি তাঁকে বিস্মিত ও আতঙ্কিত করে তুলেছে।
ঝলকের বক্তব্য, “আমি বুঝতে পারছি না এটা কীভাবে সম্ভব হলো। আমি যে ছবি দিয়েছিলাম, সেখানে আমার হাত ঢাকা ছিল। তবু এআই ঠিক জায়গায় আমার তিল দেখিয়েছে। এটা খুবই ভয়ের।” তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় বা এআই প্ল্যাটফর্মে আমরা যা আপলোড করছি, তা নিরাপদ নাও হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
ঘটনাটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। একজন লিখেছেন, “এটাই এআই–এর প্রকৃতি। এটি আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করে। আপনি আগে যত ছবি অনলাইনে আপলোড করেছেন, সেগুলো থেকেই এই তিল শনাক্ত হয়েছে।” আবার কেউ লিখেছেন, “সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজেই শাড়ি পরে ছবি তোলা, তাহলে এআই–এর ওপর নির্ভর করতে হবে না।”
উল্লেখ্য, জেমিনি এআই বর্তমানে “নানো বানানা ট্রেন্ড” এবং “শাড়ি ট্রেন্ড”–এর মতো ফিচার নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছে। অনেকে মজা করে ব্যবহার করছেন, তবে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ব্যবহারকারীদের উচিত ব্যক্তিগত ছবি ও তথ্য অতিরিক্ত শেয়ার না করা। কারণ এআই টুলগুলো অনেক সময় পুরনো তথ্য বা ছবি ব্যবহার করে এমন ফলাফল দিতে পারে, যা ব্যবহারকারীদের কাছে অস্বস্তিকর বা “ভৌতিক” মনে হতে পারে।