বিহার বিধানসভা ভোট থেকেই ইভিএমের নকশা বদল করল নির্বাচন কমিশন, জেনে নিন এর বিশেষত্ব ...
আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতের নির্বাচন কমিশন ইভিএম ব্যালট পেপারের নকশা ও মুদ্রণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে নতুন নির্দেশিকা জারি করেছে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো এই পরিবর্তন কার্যকর হবে।
ইভিএম ব্যালট পেপারের নতুন রূপনির্বাচন বিধি, ১৯৬১-এর ৪৯বি নং নিয়ম অনুযায়ী, প্রার্থীদের ছবি এখন থেকে রঙিন ছাপা হবে। এতদিন ছবি সাদা-কালো বা কখনও অনুপস্থিত থাকত, যার ফলে অনেক সময় ভোটারদের বিভ্রান্তি তৈরি হতো। নতুন নিয়ম অনুযায়ীপ্রার্থীর ছবি বরাদ্দ ফটো স্পেসের তিন-চতুর্থাংশ দখল করবে, যাতে মুখ আরও স্পষ্ট দেখা যায়।প্রার্থীর বা নোটার সিরিয়াল নম্বর আন্তর্জাতিক ভারতীয় অঙ্কে (০-৯) ছাপা হবে, ফন্ট সাইজ ৩০ ও বোল্ড অক্ষরে।সব প্রার্থী বা নোটার নাম একই ধরনের ফন্টে এবং যথাযথ আকারে ছাপা হবে, যাতে সহজে পড়া যায়।ইভিএম ব্যালট পেপার ছাপানো হবে ৭০ জিএসএম কাগজে। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হবে গোলাপি রঙের কাগজ, নির্দিষ্ট RGB মান অনুসারে।
নির্বাচন কমিশনের দাবি, এই পরিবর্তন ভোটারদের জন্য ব্যালটকে আরও সহজবোধ্য করবে এবং বিভ্রান্তি কমাবে। ভোটাররা সহজে প্রার্থীর নাম, ছবি এবং সিরিয়াল মিলিয়ে নিতে পারবেন। গত ছয় মাসে নির্বাচন কমিশন প্রক্রিয়াগত স্বচ্ছতা ও ভোটার সুবিধা বাড়াতে মোট ২৮টি উদ্যোগ নিয়েছে। নতুন ব্যালট পেপারের রূপ সেই ধারাবাহিকতারই অংশ।
ব্যালট পেপার সংস্কারের পাশাপাশি বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ১৮ আগস্ট কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায়, প্রায় ৬৫ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, বিপুল সংখ্যক প্রকৃত ভোটারকে যাচাই না করেই বাদ দেওয়া হচ্ছে। তারা বিষয়টি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। আদালত জানিয়েছে, যদি পদ্ধতিগত কোনও বেআইনি কার্যকলাপ পাওয়া যায়, তবে পুরো SIR প্রক্রিয়া বাতিল করা হবে।
৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে আধারকে ভোটার তালিকাভুক্তির বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে বলা হয়েছে। যদিও আগে এটি বৈধ নথির তালিকায় ছিল না। অভিযোগ উঠেছিল যে, নির্বাচন কর্মকর্তারা আধারকে প্রমাণপত্র হিসেবে নিতে অস্বীকার করছেন। এবিষয়ে চূড়ান্ত শুনানি হবে আগামী ৭ অক্টোবর। আদালত তখন ঠিক করবে, বিহারে বর্তমান ভোটার তালিকা সংশোধন কার্যকর থাকবে কিনা, নাকি বাতিল হবে।
নতুন রঙিন ব্যালট পেপার প্রবর্তন এবং ভোটার তালিকা সংশোধন বিতর্ক দুটিই একসঙ্গে বিহার নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একদিকে ভোটাররা আরও স্পষ্ট ব্যালট পেপার পাচ্ছেন, অন্যদিকে কে ভোট দিতে পারবেন আর কে পারবেন না, তা নিয়েই চলছে তীব্র রাজনৈতিক ও আইনি লড়াই।