দেশের বিভিন্ন স্থানে চা, পকোড়ার স্টল দিয়ে প্রতীকী প্রতিবাদ মোদির জন্মদিনে ‘বেরোজগারি দিবস’ পালন যুব কংগ্রেসের...
আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন বলে কথা! দেশ-বিদেশের তাবড় নেতা-মন্ত্রী থেকে তারকাদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার ওয়াল। দিনভর বিজেপি নেতা-কর্মীরা যখন মোদি ‘স্তুতি’তে মজলেন। যখন বিজেপি নেতারা মোদি বন্দনায় মাতলেন, সেই দিনটিকেই ‘রাষ্ট্রীয় বেরোজগারি দিবস’ হিসেবে পালন করল যুব কংগ্রেস। রাজধানী দিল্লির পাশাপাশি হরিয়ানা, কর্ণাটক, উত্তর প্রদেশ,বিহার সহ দেশের বিভিন্ন অংশে বেরোজগার দিবস পালন করলেন তারা। কোথাও চায়ের স্টল, কোথাও পকোড়া ভাজলেন যুব কংগ্রেস কর্মীরা। কোথাও আবার কালো টি শার্ট পরে কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদি একের পর এক মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষকে বিভ্রান্ত করেছেন, কর্মসংস্থানের নজিরবিহীন সঙ্কট ‘উপহার’ দিয়েছেন। বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করেন নি। দিল্লিতে যুব কংগ্রেস দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সমর্থকেরা। যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব নেতৃত্ব দেন এই কর্মসূচির। বেকারি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করে কালো টি শার্ট পরে জুতো পালিশ করতে দেখা যায় যুব কংগ্রেস নেতাদের। টি শার্টে লেখা ছিল ‘নকরি চোর, গদ্দি ছোড়।’
রাজধানী দিল্লি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে যুব কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। ‘রাষ্ট্রীয় বেরোজগারি দিবস পালন করা হয়।’ প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা চা ও পকোড়ার স্টল তৈরি করে এবং কালো বেলুন দিয়ে সেগুলো সাজিয়ে তুলেছিল। যুব সভাপতি উদয় ভানু চিব দাবি করেন,‘প্রধানমন্ত্রী মোদির যুবদের জন্য কর্মসংস্থানের কথা ভাবেন না। কোনও পদক্ষেপ নেন না। তিনি মনে করেন ভোট চুরি করে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু আমরা তা হতে দেব না!’ কংগ্রেসের যুব সংগঠনের বক্তব্য, আজকের তরুণরা ডিগ্রি থাকা সত্ত্বেও চা ও পাকোড়ার স্টল স্থাপন করতে বাধ্য হয়। কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ তারা। এদিকে, আজ প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী সহ অন্য বিরোধী নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে বুধবার দিল্লির কর্তব্য পথে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং তার মন্ত্রিসভার বিধায়কেরা। শিবিরে প্রথম ইউনিট রক্তদানকারী রেখা গুপ্তা। দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির জন্য অনেক কিছু করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশিব্নী বৈষ্ণো নতুন দিল্লীর আইটিও-তে রক্তদান করেন। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তাঁর অনুপ্রেরণা ও শক্তি, ভারতকে নতুন দিশায় চালিত করেছে। প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথ অনুসরণ করলে, ভারত সমৃদ্ধির পথে এগিয়ে চলবে এবং ২০৪৭ সালের মধ্যে এক উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।