• সেই চীনা মাঞ্জা! এবার কাজে যোগ দিতে গিয়ে সুতো গলায় জড়িয়ে মৃত্যু হল প্রাক্তন সেনাকর্মীর...
    আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সেই চীনা মাঞ্জা। বিশ্বকর্মা পুজোর দিন প্রাণ গেল এক ব্যক্তির। মৃত গৌতম ঘোষ এক প্রাক্তন সেনা জওয়ান বলে জানা গিয়েছে। বুধবার বাইকে করে বিমানবন্দরে চাকরিতে যাবার পথে খড়দহে ঘুড়ির সুতোয় গলা জড়িয়ে গেলে গলা কেটে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ব্যারাকপুর এলাকার বাসিন্দা গৌতম বাড়ি থেকে বাইকে করে যখন যাচ্ছিলেন তখন খড়দহের কাছে কল্যানি এক্সপ্রেসওয়ের উপর এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত প্রাক্তন ওই সেনা জওয়ানকে  খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু ঘটে বলে জানা যায়। হাসপাতাল সূত্রের খবর, গলা কেটে যাওয়ায় জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং এর জেরেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু ঘটেছে।

    বিশ্বকর্মা পুজো এবং ঘুড়ি, দুটো একেবারে সমার্থক শব্দ। এই পুজোতে ঘুড়ি ওড়াবার একটা প্রচলন বহু বছর ধরে রয়েছে। আগে পাড়ায় পাড়ায় ছেলেরা সুতোতে মাঞ্জা দিয়ে  সেই সুতো দিয়ে ঘুড়ি ওড়াতো। বর্তমানে যেটা প্রায় একেবারেই দেখা যায় না। হালফিলে চীনা মাঞ্জার সুতো বাজার দখল করে নিয়েছে। আর সেই সুতো কখনও শরীরের অন্য কোথাও জড়িয়ে লোকে আহত হচ্ছে অথবা গলায় জড়িয়ে লোকের প্রাণ যাচ্ছে। বুধবার এরকমই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বাইকে চেপে বিমানবন্দরে চাকরিতে যাবার পথেই খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হল প্রাক্তন এক সেনা জওয়ানের।

    ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে যাবার পথে খড়দহের কাছে কল্যানি এক্সপ্রেসওয়ের উপর এই দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু ঘটে। গৌতম বুঝতে পারেননি  রাস্তার এপার থেকে ওপার চীনা সুতো চলে গিয়েছে। তাতেই আটকে যান তিনি। সুতো জড়িয়ে যায় একেবারে গলায়। তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সুতো ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এর বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং যেখানে ঘুড়ি ও সুতো বিক্রি হয় সেখানে তল্লাশিও মাঝে মাঝে চালায় পুলিশ। কিন্তু তাতেও ঠেকানো যায়নি এই চীনা সুতো। এ যেন অনেকটা চকোলেট বোমার মতো যা লুকিয়ে চুরিয়ে যেভাবে হোক বিক্রি হবেই। আর যারা ঘুড়ি ওড়ায় তারাও সেই সুতো কিনে নিয়ে যায় । 

    এটা স্বাভাবিক যে নিয়ম কানুন যতই চালু হোক না কেন, মানুষ যদি সচেতন না হয় তাহলে এই 'ভয়াবহ' সুতোকে ঠেকানো সম্ভব নয়। শুধু বিশ্বকর্মা পূজায় নয়, সরস্বতী পূজার সময়ও ঘুড়ি ওড়ানো হয়‌। আর সেখানেও ব্যবহার করা হয় চীনা সুতো। এমনকী রাস্তায় পড়ে থাকা সুতোর জন্য পা কেটে বা আঙ্গুল কেটে জখম হওয়ার খবরও অনেক শোনা যায়। শুধু মানুষ নয় বহু পাখি আকাশে ওড়বার সময় তাদের ডানায় চীনা সুতো বেঁধে ডানা কেটে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
  • Link to this news (আজকাল)