জঙ্গল সাফারি চালু হতেই ডুয়ার্সে জিপসি চালকদের দেওয়া হচ্ছে বাঁশের ঝুড়ি, কেন? ...
আজকাল | ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তিন মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল। বনাঞ্চল খুলতেই ডুয়ার্সের জলদাপাড়া, চিলাপাতা এবং বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে উপচে পড়ল পর্যটকদের ভিড়ে। পুজোর আগে পর্যটকদের জন্য জঙ্গল খুলতেই দেশের বিভিন্ন এলাকার পর্যটকদের পাশাপাশি ডুয়ার্সের জঙ্গলে ভিড় জমিয়েছেন বিদেশি পর্যটকরাও।
বর্ষায় বনাঞ্চলে বিভিন্ন বন্যপ্রাণীদের প্রজনন এবং জঙ্গলের বিভিন্ন গাছপালা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর তিন মাস জঙ্গল বন্ধ রাখা হয়। বনাঞ্চলের ভেতর পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়। প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকে। দীর্ঘ তিন মাস বনাঞ্চল বন্ধ থাকার পর মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল।
মঙ্গলবার সকাল থেকেই ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়ল দেশ বিদেশের পর্যটকদের ভিড়। জানা গিয়ছে, মঙ্গলবার সাত সকালে ডুয়ার্সের জলদাপাড়া, চিলাপাতা এবং বক্সার ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর্যটকরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে উপস্থিত হন। সেইসঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতি সাফারি করেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। জিপ সাফারিতেও ভিড় লক্ষ্য করা গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পাশাপাশি জলদাপাড়ার জঙ্গলে ভিড় করেছিলেন বিদেশি পর্যটকেরাও। সুদূর আমেরিকা থেকে ইডল রুশমন্ড নামে এক পর্যটক জলদাপাড়া ঘুরে গেলেন। জঙ্গল খুলতে প্রথম দিন আগত সকল পর্যটকদের ফুল এবং মিষ্টি দিয়ে স্বাগত জানান বনকর্মীরা। জলদাপাড়া জঙ্গলে কার সাফারি সেরে ইডল রুশমন্ড অভয়ারণ্যের ভেতরে থাকা নানান ধরনের পশু পাখি এবং হরিণের দেখা পাওয়ার কথা জানান। তিনি জানান, জলদাপাড়া অভয়ারণ্যের জঙ্গলে গন্ডারের পাশাপাশি প্রচুর ধরনের পাখি রয়েছে। নানান ধরনের প্রচুর হরিণ রয়েছে। যা দেখে সকলের মনমুগ্ধ। পৃথিবীর অন্যান্য বনাঞ্চলের তুলনায় ডুয়ার্সের জঙ্গলে একটা আলাদা প্রাকৃতিক স্বাদ রয়েছে। যা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে প্রচুর পর্যটকেরা আসেন। সেকথা শুনেই আমেরিকা থেকে তাঁরা এখানে ঘুরতে এসেছেন। বিদেশিদের সঙ্গে খুশি দেশি পর্যটকরাও। কল্যাণী থেকে আগত অভিজিৎ চৌধুরী জানান, 'মঙ্গলবার হালকা বৃষ্টি হয়েছে এলাকায়। এরকম বৃষ্টি হলে অরণ্য আরও সুন্দর হয়ে ওঠে। সব মিলে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।'
বনাঞ্চল খুলতেই জলদাপাড়ার জঙ্গল সাফারির নয়া নিয়ম চালু করেছে বন বিভাগ। জঙ্গল সাফারিতে সবুজ রক্ষার স্বার্থে এই নিয়ম বলে জানিয়েছেন বনকর্তারা। জলদাপাড়া জাতীয় উদ্যানকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের পক্ষ থেকে। নথিভুক্ত জিপসি মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বাঁশের ঝুড়ি। এই ঝুড়ি প্রকৃতি বান্ধব। জঙ্গলে সাফারি চলাকালীন এই ঝুড়িতেই আবর্জনা ফেলতে বলা হবে পর্যটকদের। কোনও ভাবেই নোংরা করা যাবে না বনাঞ্চলের অন্দর। পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে আগত পর্যটকদের কড়া নির্দেশ বনকর্তাদের। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।