• জঙ্গল খুলতেই জলদাপাড়ায় দেশি-বিদেশি পর্যটকদের ভিড়, গোলাপ-মিষ্টি দিয়ে স্বাগত জানাল বনদপ্তর
    বর্তমান | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার জঙ্গল খুলল। আর প্রথম দিনেই পর্যটক টানার ক্ষেত্রে ছক্কা হাঁকাল একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল জলদাপাড়া জাতীয় উদ্যান। শুধু দেশীয় নয়। প্রথম দিনেই জলদাপাড়ায় বিদেশি পর্যটকদেরও পা পড়ল। এদিন পর্যটক টানার ক্ষেত্রে বক্সা ব্যাঘ্র প্রকল্পকে অনেক পিছনে ফেলে দিয়েছে জলদাপাড়া। এদিন জলদাপাড়ায় পর্যটকদের গোলাপ ফুল ও মিষ্টি দিয়ে স্বাগত জানায় বনদপ্তর। বনদপ্তরের এই আতিথেয়তায় মুগ্ধ পর্যটকরা। বৃষ্টিকে উপেক্ষা করে প্রথম দিনেই যেভাবে পর্যটকদের ভিড় উপচে পড়েছে তাতে জলদাপাড়ার বনকর্তাদের মুখে চওড়া হাসি। 

    জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝা বলেন, প্রথম দিনেই জলদাপাড়ায় ৮৫-৯০ জন পর্যটক আসায় আমরা অভিভূত। আমরা আরও খুশি প্রথম দিনেই জাতীয় উদ্যানে আমেরিকার দু’জন পর্যটক এসেছেন বেড়াতে। 

    এদিন জলদাপাড়ায় এসেছেন দক্ষিণ দিনাজপুরের সংযুক্তা চৌধুরী। তিনি বলেন, বেড়াতে এসে বনদপ্তরের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। বনদপ্তর স্বাগত জানিয়েছে আমাদের। এর আগে দেশের অনেক জঙ্গলেই ঘুরতে গিয়েছি। কিন্তু জলদাপাড়ার মতো আতিথেয়তা কোথাও পাইনি। জলদাপাড়ার নির্জনতা, হাতি, ময়ূর ও হরিণ দেখলাম। 

    প্রথম দিনেই চার বন্ধুর সঙ্গে নদীয়ার কল্যাণী থেকে জলদাপাড়ায় হাতি ও কার সাফারি করতে এসেছেন অভিজিৎ চৌধুরী। তিনি বলেন, এখন বৃষ্টি হচ্ছে। উদ্দেশ্য ছিল এই সময়ে জঙ্গলের অভিজ্ঞতা। এক কথায় অসাধারণ। জলদাপাড়ার বন্যপ্রাণী, বৃষ্টি আর অরণ্যের ঘ্রাণে খুবই মোহিত হয়েছি। আমেরিকার কলোরোডা থেকে এসেছেন দুই বন্ধু মিস্টার মাইক ও মিগুয়েল জুগম্যান। দুই বিদেশি পর্যটক বলেন, পৃথিবীর বহু জঙ্গলে গিয়েছি। কিন্তু ভারতের জলদাপাড়ার মতো এত নির্জনতা কোথাও দেখিনি।

    এদিন জলদাপাড়া ঢোকার গেটে পর্যটকদের বনদপ্তর জানিয়ে দিয়েছে জঙ্গলে প্লাস্টিক নিষিদ্ধ। জিপসিতেই একটি করে বাস্কেট দেওয়া আছে। যে কোনও বর্জ্য বাস্কেটে ফেলতে হবে। এদিকে, বক্সায় প্রথম দিন সেভাবে খুব বেশি পর্যটকের দেখা মেলেনি। ওয়াকিবহাল মহলের ধারণা, আসলে বক্সায় হাতি সাফারির সুযোগ নেই। শুধুই কার সাফারি। বক্সায় প্রথম দিন পর্যটক না আসার এটিও একটি অন্যতম কারণ।  জলদাপাড়ায় হাতি সাফারি। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)