• নিশ্ছিদ্র হবে বিমানবন্দরের নিরাপত্তা, বাড়বে যাত্রী সুরক্ষা, নতুন ভাবনা CISF-এর
    প্রতিদিন | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও জোরদার হবে বিমানবন্দরের নিরাপত্তা। যাত্রী সুরক্ষাও হবে মজবুত। অতন্দ্রপ্রহরায় CISF (Central Industrial Security Force)। এই মর্মে কোচি বিমানবন্দরে অনুষ্ঠিত হল বাহিনীর বিশেষ সম্মেলন। আলোচনাচক্রে উপস্থিত ছিলেন সিআইএসএফের শীর্ষ আধিকারিকরা। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিমানবন্দরের সুরক্ষা বলয় আরও শক্ত করতে নতুন নীল নকশা কী হবে, পরিকাঠামোয় কতটা বদল জরুরি, কোন কোন ক্ষেত্রে বাড়াতে হবে সমন্বয়, এসব নিয়েই বিস্তারিত আলোচনা হয়।

    কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই সম্মেলনটি। আইপিএস, স্পেশাল ডিরেক্টর জেনারেল (এপিএস) শ্রী প্রবীর রঞ্জন, শ্রী জোসে মোহন, আইপিএস (ইন্সপেক্টর জেনারেল) সিআইএসএফ-এর উপস্থিতিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিমানবন্দরগুলির নিরাপত্তা প্রধানরা যাত্রীদের সরাসরি প্রভাবিত করে এমন বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। যেমন মসৃণ নিরাপত্তা পরীক্ষা, সংস্থাগুলির মধ্যে আরও ভালো সমন্বয় এবং কীভাবে বিমান সফরকে ঝঞ্ঝাটমুক্ত রাখা যায়। এআই প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তার সঙ্গে আপস না করে দীর্ঘ লাইনেই সমস্যা কমাতেও চলছে নানারকম ভাবনা চিন্তা।

    যাত্রী স্বার্থে এই ভাবনা সত্যিই উপকারী? জানা যাচ্ছে, নতুন যা ভাবনা চিন্তা চলছে, তা বাস্তবায়িত হলে দ্রুত ও মসৃণ হবে সফর। পর্দার আড়ালে থেকে সিআইএসএফ এবং অংশীদার সংস্থাগুলি বিমানবন্দরগুলিকে নিরাপদ রাখবে। পাশাপাশি যাত্রা আরামদায়ক এবং চাপমুক্তও হবে। 
  • Link to this news (প্রতিদিন)