সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে খোদ দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই! তাঁর বিরুদ্ধে সনাতনী ভাবাবেগে আঘাত করার অভিযোগ! মধ্যপ্রদেশের একটি মামলা চলাকালীন প্রধান বিচারপতি বললেন, “যা বলার ঈশ্বরকেই গিয়ে বলুন।”
মূল মামলাটি মধ্যপ্রদেশের। খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেছিলেন রাকেশ দেশাই নামের জনৈক ব্যক্তি। ওই বিষ্ণুমূর্তিটি মুগল আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয় মামলাকারীর তরফে। শীর্ষ আদালতে এক জনস্বার্থ মামলায় তিনি জানান, মন্দির কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। বিষয়টি অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও নজরে আনা হয়েছে। কিন্তু এটা তো শুধু প্রত্নতত্ত্বের বিষয় নয়, এর সঙ্গে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগও জড়িয়ে রয়েছে। তাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার ব্যাপারে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত।
কিন্তু প্রধান বিচারপতি মামলাটিকে গুরুত্বই দিলেন না। উলটে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করে মামলা খারিজ করে দেন তিনি। সঙ্গে তাঁর মন্তব্য, “এটা স্পষ্টই প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে পড়ে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ ব্যাপারে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।”
প্রধান বিচারপতির এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন আইনজীবীদের একাংশ। তাঁদের বক্তব্য, ওই মন্তব্য সনাতন ধর্মের পরিপন্থী। হিন্দু দেবতাদেরও অপমান। চিঠি লিখে প্রধান বিচারপতির কাছে তাঁরা দাবি জানিয়েছেন, যে ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে। সোশাল মিডিয়াতেও প্রধান বিচারপতির ওই মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।