বিশ্বকর্মা পুজোর উদ্বোধন ঘিরেও হলদিয়ায় প্রকাশ্যে এল বিজেপির 'আদি-নব্য' দ্বন্দ্ব। মঙ্গলবার শিল্পশহরের বিভিন্ন পুজোর উদ্বোধনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকলেও কোথাও তাঁদের এক মঞ্চে দেখা গেল না।
দিলীপ ছিলেন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মঞ্চের পুজোয়। ওই পুজো কমিটির অভিযোগ, দিলীপকে দিয়ে পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়ায় বিজেপির তমলুক জেলার পদাধিকারীরা পুজো বন্ধে চাপ দিচ্ছিলেন। এই পুজোর আয়োজকেরা মূলত আদি বিজেপি হিসেবেই পরিচিত।
ওই এলাকা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হলদিয়ার দুর্গাচকে একটি বাণিজ্যিক সংগঠনের পুজো ও আরও কয়েকটি পুজোর উদ্বোধন করেন শুভেন্দু। উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মঞ্চের সদস্য পরিমল দাসের অভিযোগ, ‘আমাদের পুজো দিলীপ ঘোষ উদ্বোধন করবেন জানতে পেরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার একাধিক পদাধিকারী পুজো বন্ধ করার জন্য চাপ দিয়েছিলেন।’’ তাঁর বক্তব্য, ‘‘আমরা এই এলাকার আদি বিজেপি। একবার পুজোয় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি আসেননি। এ বার তাঁকে আমন্ত্রণ জানাইনি।’’
যদিও প্রকাশ্যে কোনও বিরোধ তত্ত্ব মানতে রাজি হননি দিলীপ। তাঁর দাবি, "আমাদের সংগঠনে কারও ‘গড়’ হয় না। সংগঠন সংগঠনের মতো চলে। আদি-নব্যের কোনও দ্বন্দ্ব নেই।" শুভেন্দুও আদি-নব্য দ্বন্দ্ব বা দিলীপ ঘোষ নিয়ে কোনও মন্তব্য করেননি।