ঘুমে ঢুলে পড়লেন চালক, চারধাম যাত্রায় বেরিয়ে হুগলিতে দুর্ঘটনা! মৃত এক যাত্রী, জখম ৩০ জন
আনন্দবাজার | ১৭ সেপ্টেম্বর ২০২৫
চারধাম যাত্রায় বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন উত্তরপ্রদেশ থেকে বাংলাগামী একদল পুণ্যার্থী। দেওঘর হয়ে গঙ্গাসাগর যাওয়ার পথে হুগলির গুড়াপে লরির পিছনে ধাক্কা মারে পুণ্যার্থী বোঝাই বাস। তাতে এক জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি হয় গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে আসা ওই বাসটিতে ছিলেন ৫৬ জন যাত্রী। উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ডের দেওঘর হয়ে মঙ্গলবার রাতে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে ভোরে গুড়াপের বশিপুরে একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি।
বাসের গতি বেশি ছিল। তাই ধাক্কা মারার পরে লরিটিকে বেশ কিছুদুর ঠেলে নিয়ে যায় বাসটি। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। বাসে থাকা ৫৬ জনের মধ্যে বেশির ভাগ লোকই আহত হন। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে এক জনের মৃত্যু হয়েছে।
কয়েক জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাসচালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা হয়েছে। তারা জানিয়েছে, সকলের প্রাথমিক চিকিৎসা হয়েছে। অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। অন্য দিকে, দুর্ঘটনার খবর পেয়ে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র যান অকুস্থলে। জখম যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।