• মাদকের রমরমায় চিন্তা হাওড়া পুলিশের, পাচার ঠেকালেন স্থানীয়েরাই
    আনন্দবাজার | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • যে কাজ করার কথা পুলিশের, তা করলেন এলাকার বাসিন্দারা। রবিবার গভীর রাতে মাদক পাচারের সময়ে এক অপরিচিত যুবককে হাতেনাতে ধরে ফেলার পরে তার কাছ থেকে উদ্ধার হল হেরোইনের পুরিয়া। জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করল যে, সে ওই মাদক নিয়ে এসেছে হাওড়া বাস স্ট্যান্ড ও হাওড়া স্টেশন চত্বর থেকে। উদ্দেশ্য ছিল, তা শহরের বিভিন্ন এলাকায় পাচার করা। ওই যুবককে মারধর করার পরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়েরাই। ঘটনাটি ঘটেছে বাঁকড়ার নতুনপাড়ায়।

    পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ আব্দুল রহমান। বছর ৩৫-এর ওই যুবকের বাড়ি স্থানীয় জলাধারপাড়ায়। আগে গত শনিবার বাঁকড়ার পাশেই দাশনগরের বালিটিকুরি এলাকা থেকে উদ্ধার হয়েছিল ২৫ কেজি গাঁজা। তার ঠিক এক সপ্তাহের মাথায় বাঁকড়ার এই ঘটনায় দৃশ্যত উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে।

    নতুনপাড়ার বাসিন্দারা জানান, সম্প্রতি পাড়ায় অচেনা যুবকদের যাতায়াত অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। রবিবার বেশি রাতে রাস্তায় দুই যুবকের মধ্যে মারামারি শুরু হওয়ায় এলাকার লোকজন বেরিয়ে এসে এক জনকে ধরে ফেলেন। ওই যুবকের আচরণ সন্দেহজনক ঠেকায় তার পোশাক তল্লাশি করতেই বেরিয়ে আসে হেরোইনের একাধিক পুরিয়া। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দারা। অভিযুক্তের হাত বেঁধে এক প্রস্ত মারধরের পরে ওই যুবক স্বীকার করে, তারা এই মাদক হাওড়া বাস স্ট্যান্ড ও হাওড়া স্টেশন চত্বর থেকে নিয়ে আসে। যা কেনেন মূলত স্কুল-কলেজের পড়ুয়া ও যুবক-যুবতীরা।

    নতুনপাড়ার বাসিন্দা শেখ আনিসুর রহমান বলেন, ‘‘রবিবার রাতে পাড়ার গলিতে হেরোইন বিক্রির টাকাপয়সা নিয়ে দু’জনের মধ্যে মারপিট হচ্ছিল। আমরা বিষয়টি জেনে এক জনকে তাড়া করে ধরি। অন্য জন পালায়। যাকে ধরা হয়েছিল, তার কাছ থেকে অন্তত ১৫ প্যাকেট হেরোইনের পুরিয়া মিলেছে।’’

    স্থানীয়দের অভিযোগ, বাঁকড়া এলাকায় গাঁজা ও হেরোইন পাচার মারাত্মক আকার নিয়েছে। তাঁরা পুলিশের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছেন। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘শুধু বাঁকড়ার নতুনপাড়া নয়, পশ্চিমপাড়াতেও মাদক কারবারিদের ঠেক তৈরি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। আমরা সতর্ক আছি।’’

    প্রসঙ্গত, হাওড়া স্টেশন ও হাওড়া বাস স্ট্যান্ড চত্বর যে মাদক কারবারিদের নিরাপদ ‘করিডর’ হয়ে উঠেছে, তা ইতিমধ্যেই দেখা গিয়েছে মাদক সমেত একাধিক গ্রেফতারির ঘটনায়। রবিবারের বাঁকড়ার ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, ভিন্‌ রাজ্য থেকে ট্রেনে হাওড়ায় মাদক এনে তা পাচার করা হচ্ছে পাড়ায় পাড়ায়। এর কড়া হাতে মোকাবিলা করা হবে।
  • Link to this news (আনন্দবাজার)