• গ্রিন লাইনে মেট্রোয় বিভ্রাট! দু’ঘণ্টা পর স্বাভাবিক হল সেক্টর ফাইভ ও হাওড়া ময়দানের পরিষেবা
    আনন্দবাজার | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • হাওড়া ময়দান-সেক্টর ফাইভের (গ্রিন লাইন) মধ্যে মেট্রো পরিষেবা ব্যাহত! মঙ্গলবার সকালে ওই লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবার সাময়িক ব্যাঘাত ঘটে। বন্ধ হয় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। দু’ঘণ্টার বেশি সময় ধরে ওই লাইনে পরিষেবা বন্ধ ছিল। দুপুর ১টার পর পুরো পথে পরিষেবা চালু হলেও, পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে দাবি যাত্রীদের।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকেই সমস্যা দেখা দেয় গ্রিন লাইনে। যান্ত্রিক ত্রুটির বিষয় নজরে আসতেই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ দুঃখপ্রকাশও করেন। দুপুর ১টার পর ওই লাইনে আবার মেট্রো চলাচল শুরু হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা ৩৫ মিনিট যান্ত্রিক গোলযোগের কারণে গ্রিন লাইনের পুরো পথে মেট্রোর চলাচল বন্ধ করা হয়। তবে ঘণ্টা খানেক পর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ভাঙাপথে মেট্রো পরিষেবা চালু হয়। দুপুর ১টার পর পুরো পথে পরিষেবা স্বাভাবিক হয়েছে, বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।

    দিনের ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। অনেক যাত্রীই স্টেশনে এসে জানতে পেরেছেন গোলযোগের কথা। বাধ্য হয়ে সড়কপথে যেতে হচ্ছে গন্তব্যে। হাওড়া থেকে এসপ্ল্যানেড আসার জন্য মেট্রো ধরতে না পেরে বিপাকে পড়েছেন চন্দননগরের বাসিন্দা মধুমিতা দাস। তাঁর কথায়, ‘‘পাঁচ-সাত মিনিটে চলে যাই রোজ, আজ কতক্ষণ লাগবে জানি না।’’ কেউ কেউ আবার রসিকতার সুরে বলছেন, ‘‘উত্তর-দক্ষিণ শাখার রোগে এ বার আক্রান্ত হল ইস্ট-ওয়েস্ট মেট্রোও।’’

    কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে পরিষেবা নিয়ে গত কয়েক দিন যাবৎ নানা সমস্যা দেখা দিচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি তো আছেই, সেই সঙ্গে পরিষেবা দেরিতে মেলার সমস্যা দিনে দিনে প্রকট হয়ে উঠেছে কলকাতার মেট্রোর ‘আদিম’ শাখায়। ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন) এবং নোয়াপাড়া-বিমানবন্দর (ইয়েলো লাইন) মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের ততটা অভিযোগ ছিল না। তবে মঙ্গলবার গ্রিন লাইনে পরিষেবা ব্যাঘাত চিন্তায় ফেলল যাত্রীদের।
  • Link to this news (আনন্দবাজার)