• বিদেশিহীন আহালের কাছে হার মোহনবাগানের, এসিএল টু-র শুরুতেই ঘরের মাঠে ধাক্কা খেল সবুজ-মেরুন
    আনন্দবাজার | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচে বিদেশিহীন আহাল এফকের কাছে ঘরের মাঠে হেরে গেল মোহনবাগান। ১-০ ব্যবধানে জিতল তুর্কমেনিস্তানের ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করলেন আনায়েভ এনভার। গোলের একাধিক সুযোগ নষ্টের মূল্য দিল হোসে মোলিনার দল। তাছাড়া মোহনবাগানের খেলায় বোঝাপড়ার অভাবও ছিল বেশ স্পষ্ট।

    যুবভারতীতে প্রথম থেকেই দাপট ছিল আহালের ফুটবলারদের। ঘরের মাঠে ম্যাচ হলেও বেশ রক্ষণাত্মক ছিলেন মোলিনার ফুটবলারেরা। মূলত প্রতি আক্রমণমূলক ফুটবের পরিকল্পনা করে দল নামিয়েছিলেন মোহনবাগান কোচ। সেই সুযোগ কাছে লাগায় আহালের ফুটবলারেরা। মাঝে মধ্যেই তাঁদের আক্রমণে চাপে পড়ে গিয়েছে সবুজ-মেরুন রক্ষণ। প্রথমার্ধে অবশ্য কোনও দলই গোল করতে পারেনি।

    প্রস্তুতির স্বার্থে মোলিনা কাফা নেশনস কাপের জন্য ভারতীয় দলে ফুটবলার ছাড়েননি। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়েননি। তবু তাঁর দল যে প্রস্তুত নয়, তা বোঝা গেল আহালের বিরুদ্ধে ম্যাচেই। প্রথমার্ধে বলার মতো কিছুই করতে পারেননি মোহনবাগান ফুটবলারেরা। বরং ৩২ মিনিটে আহালের একটি শট পোস্টে গেলে ফেরে।

    দ্বিতীয়ার্ধে পরিকল্পনা বদল করেন মোলিনা। জেমি ম্যাকলারেন, অনিরুদ্ধ থাপা, রবসন রবিনহোদের মাঠে নামান। তাতে মোহনবাগানের আক্রমণের ধার কিছুটা বাড়ে। চাপ তৈরি হয় আহালের বক্সে। তাতে অবশ্য তুর্কমেনিস্তানের দলটি আগ্রাসী ফুটবলের কৌশল থেকে সরে যায়নি। তার ফল পায় ম্যাচের ৮১ মিনিটে। আর্কাদাগের হয়ে আগেও কলকাতার মাঠে খেলে যাওয়া আনায়েভ এগিয়ে দেন আহালকে। তাঁর এই গোলেই মোহনবাগানের কাছ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল আহাল। এর আগে ৬৭ মিনিটে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন জেসন কামিন্স। আরও কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি সবুজ-মেরুন ফুটবলারেরা। যেমন ৭১ মিনিটে আলবার্তো রদ্রিগেজ়ও সুযোগ নষ্ট করেন।

    ম্যাচের আগে মোহনবাগান কোচ বলেছিলেন, এ বার তাঁর লক্ষ্য মোহনবাগানকে এশীয় স্তরে উন্নীত করা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টি-র প্রথম ম্যাচেই স্প্যানিশ কোচের সেই লক্ষ্য ধাক্কা খেল। ঘরের মাঠে প্রতিযোগিতার শুরুতেই ধাক্কা খেল সবুজ-মেরুন ব্রিগেডও। গ্রুপ ‘সি’-র দলগুলির মধ্যে আহালই তুলনায় দুর্বল। সেই দলের বিরুদ্ধে ঘরের মাঠে হার মোহনবাগানকে নিশ্চিত ভাবে কিছুটা চাপে ফেলে দিল। মোহনবাগানের পরের ম্যাচ ৩০ সেপ্টেম্বর ইরানের সেফান ক্লাবের বিরুদ্ধে। ইরানে গিয়ে খেলতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।
  • Link to this news (আনন্দবাজার)