• এবার পুজোয় ফেলুদার সঙ্গে কাঠমান্ডুতে! সৃজিতের সিরিজের ট্রেলার জমজমাট
    প্রতিদিন | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই বাঙালির এক অদ্ভূত নস্ট্যালজিয়া। বয়স বাড়ে কিন্তু পুজোর উন্মাদনা থাকে একই। ঠিক যেভাবে প্রতিটি বয়সেই পুজোর আমেজ যেমন চিরন্তন ঠিক তেমনই বাঙালির মননে চিরন্তন ফেলুদা। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, ফেলুদার জুড়ি মেলা ভার। এবার পুজোয় একগুচ্ছ বাংলা ছবি মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। মঙ্গলবার প্রকাশ্যে এল তারই ট্রেলার।

    ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’র ট্রেলার প্রকাশ্যে আসার পরই চোখে পড়ছে টানটান উত্তেজনা। বরাবরের মতোই পরতে পরতে রয়েছে রহস্য। পাহাড়ের বুকে রহস্যের উন্মোচনে ফেলুদা, তোপসে আর জটায়ু ত্রয়ীর অভিযান বরাবরের মতোই মন কেড়েছে দর্শকের সেকথা বলাই বাহুল্য। কারণ বাঙালির কাছে ফেলুদা কখনও পুরনো হয় না ঠিক যেমন ‘পুরনো চাল ভাতে বাড়ে’। ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরী, জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, তোপসের চরিত্রে কল্পন মিত্রের পাশাপাশি মগনলাল মেঘরাজ চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। কাঠমান্ডুর পথেঘাটে রহস্যের সমাধানে নামবেন ফেলুদা ও তাঁর টিম। যা আসছে এই পুজোয়। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আড্ডা টাইমসে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।

    ২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ দিয়েই ফেলুদাকে নিয়ে পরিচালনা শুরু করেন সৃজিত। গত ডিসেম্বরেই মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায় ‘ভূস্বর্গ ভয়ংকর’। সেইসময় সৃজিত ঘোষণা করেছিলেন যে সেই সিরিজই ফেলুদাকে নিয়ে তাঁর পরিচালনায় শেষ সিরিজ। সেখান থেকে ফের ফেলুদাকে নিয়ে তাঁর নতুন সিরিজ আসায় প্রশ্ন উঠলে বলা যায়, সৃজিতের এই ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ প্রায় ছ’বছর আগে তৈরি। যার মুক্তি আটকে ছিল দীর্ঘদিন নানা জটিলতায়। অবশেষে তা মুক্তি পাচ্ছে ওটিটিতে।
  • Link to this news (প্রতিদিন)