• যাদবপুরে ছাত্রীর মৃত্যুর পর কড়া পদক্ষেপ, মদ-মাদক রুখতে উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের
    হিন্দুস্তান টাইমস | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঝিলে পড়ে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ক্যাম্পাসে মদ ও মাদক সেবনের অভিযোগ ঘিরে এবার সরাসরি পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঝোপঝাড় আর আবর্জনার আড়ালে নিয়মিত মদের আসর বসত। সেই পথ রুদ্ধ করতে এবার টেন্ডার ডেকে ঝোপঝাড় পরিষ্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


    বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে জমে থাকা ঝোপঝাড় ও আবর্জনা কাটছাঁট করার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ সেপ্টেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। এরপরই শুরু হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ছাত্রীর মৃত্যুর পর ক্যাম্পাসে মদের আসর বসা নিয়ে ক্ষোভ বাড়ছে। অভিযোগ উঠেছে, পার্কিং লটে আয়োজিত অনুষ্ঠানে মদের আসর বসেছিল কি না, তা নিয়েও প্রশ্ন আছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় চাইছে ক্যাম্পাসে মদ-মাদক সেবনের জায়গা একেবারেই বন্ধ হোক। সেই কারণে ঝোপঝাড় কেটে ফেলার পাশাপাশি শিক্ষক-ছাত্র সম্পর্কের মধ্যেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে একজন অধ্যাপক ২০ জন ছাত্রছাত্রীর তদারকি করবেন। পড়ুয়ারা যেন বিপথে না যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে।

    যদিও নিরাপত্তা বাড়াতে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর উদ্যোগে বাধা তৈরি হয়েছে। যাদবপুরের একাংশ ছাত্রছাত্রী জানিয়েছেন, নজরদারির নামে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ তাঁরা মেনে নেবেন না। ফলে গেট ছাড়া অন্য কোথাও সিসিটিভি বসানো হয়নি। পড়ুয়াদের দাবি, তাঁদের সঙ্গে আলোচনা না করে কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো যাবে না। এই ইস্যুতে আগামীকাল দুপুর আড়াইটে নাগাদ প্রতিবাদ মিছিলের ডাকও দিয়েছেন পড়ুয়ারা। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিল থেকে অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার পরই ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতি, মদ-মাদক সেবন, নজরদারি সব বিষয় সামনে এসেছে। এবার কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপের পথে হাঁটলেও, ছাত্রছাত্রীদের একাংশের আপত্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)