• কাছের মানুষের থেকেই আঘাত বেশি আসে, অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রিয়াঙ্কা সরকার
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • • ‘কন্যা’ ওরফে ‘সুকন্যা’ কেমন মানুষ?

    এক কথায় কোনও কন্যাকেই কি সংজ্ঞায়িত করা যায়? সে এক এক সময় একরকম। রোহন সেনের ছবিতে দুই কন্যা রয়েছে। আমি ছোট বোনের ভূমিকায়। দিদির চরিত্রে আছেন অমৃতা দে।

    • আপনারও তো বোন আছেন?

    হ্যাঁ। বাড়িতে আমি দিদি। বোনের উপর আমার অনেকটা দায়িত্ব। নানা সমস্যায় ওর উপর যেমন রাগ করি, তেমনই উদ্বেগ, আশঙ্কা থেকে শাসনও করে ফেলি। ভালোবাসার, অধিকারের জায়গা থেকেই করি।

    • সুকন্যাদের সমস্যার জায়গাটা কোথায়?

    আচমকা একটা ভুল বোঝাবুঝিতে দিদির সঙ্গে মেয়েটির অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায়। আসলে সবচেয়ে কাছের মানুষের থেকেই আঘাতটা বেশি আসে। এই ছবিটা করে একটা উপলব্ধি ঘটেছে। যেহেতু ছবিতে আমি বোনের ভূমিকায়, সেই জায়গা থেকে আমার নিজের বোন তার দিদির কাছ থেকে কেমন ব্যবহার প্রত্যাশা করে সেটা বুঝতে পেরেছি। এতদিন দিদির দৃষ্টিকোণ থেকে বোনকে বিচার করেছি।

    • এই চরিত্রগুলো ব্যক্তি প্রিয়াঙ্কাকে প্রভাবিত করে?

    আমি বরাবর এই রকম চরিত্রেই বেশি কাজ করতে পছন্দ করি, যারা তথাকথিত গ্ল্যামারাস নয়। এমন চরিত্র মানুষ হিসেবে আমাকে নতুন করে ভাবতে শেখাবে। এই চরিত্রগুলো মানুষ হিসেবে সমৃদ্ধ হতে সাহায্য করে।

    • এখন ইন্ডাস্ট্রিতে প্রচুর নতুন মুখ, কেউই নায়িকা হয়ে উঠতে পারছেন না কেন?

    নায়িকা হয়ে ওঠার নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। বুঝতে হবে তাঁকে কেন দর্শক নায়িকা হিসেবে গ্রহণ করছেন না। বাড়ি, গাড়ি, বৈভবের প্রাচুর্য, দেখনদারি দিয়ে নায়িকা হওয়া সম্ভব নয়। সে যদি নিজের সৃজনশীলতা নিয়ে বেশি ভাবে, তাহলেই ভালো। এতদিনে এটা বুঝেছি, মনের মতো সুযোগ বা সাফল্য না এলেও পড়াশোনা বা প্র্যাকটিস ছেড়ে দিলে চলবে না। সর্বক্ষণ নিজেকে সমৃদ্ধ করে যেতে হবে। আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

    • সহজ কেমন আছে?

    দেখতে দেখতে ছেলের এগারো বছর বয়স হয়ে গেল। ক্লাস সিক্স।

    • পুজোয় প্ল্যান কী?

    কাজ রয়েছে। সহজকে নিয়ে অবশ্যই বেরব। কলকাতার বাইরে যাওয়ার প্রশ্নই নেই। পরিবারের সঙ্গেই সময় কাটাব।
  • Link to this news (বর্তমান)