• এবার পুজোয় রাজ্যে ব্যবসা হবে ৭৮ হাজার কোটি টাকার
    বর্তমান | ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: বাংলার দুর্গাপুজো এখন আর কেবল ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ নয়। যত দিন যাচ্ছে, সংস্কৃতি ও অর্থনীতির বৃহত্তর অঙ্গনে শারদোৎসবের গুরুত্ব বেড়ে চলেছে। সেই পথ ধরেই ইউনেস্কোর ‘সাংস্কৃতিক ঐতিহ্য’-এর শিরোপা পেয়েছে দুর্গাপুজো। সেই পথ ধরেই বছর বছর বাড়ছে পুজোকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। এবারও তার কোনও ব্যতিক্রম ঘটছে না। পুজোকেন্দ্রিক একটি সমীক্ষার তথ্য অনুযায়ী, এ বছর পুজোয় বাংলায় প্রায় ৭৮ হাজার কোটি টাকার ব্যবসা হবে। শুধুমাত্র কলকাতাতেই হতে পারে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা। এই হিসেবে সিলমোহর দিয়েছে বারোয়ারি পুজো উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’ও।

    ২০১৩ সালে বাংলার দুর্গাপুজোর উপর একটি সমীক্ষা চালিয়েছিল সর্বভারতীয় বণিকসভা ‘অ্যাসোচেম’। তারা জানিয়েছিল, ৩৫ শতাংশ হারে বাড়ছে পুজোকেন্দ্রিক আর্থিক লেনদেন। সেই বছর পুজোয় রাজ্যে ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। তারা আরও জানিয়েছিল, আগামী দিনেও ব্যবসা বৃদ্ধির হারে তেমন কোনও পরিবর্তন হবে না। সেই হিসেবে ২০২৫ সালের পুজোকেন্দ্রিক ব্যবসা ১ লক্ষ ৭ হাজার কোটি টাকায় পৌঁছে যাওয়ার কথা। তবে এর মাঝে করোনার জন্য বছর তিনেক পুজোর কেনাকাটা সহ অন্যান্য খরচে রাশ টেনেছিল বাঙালি। এবার সেরকম কোনও বিষয় না থাকায় ভালো ব্যবসা নিয়ে আশাবাদী সব মহল।

    এবারের সমীক্ষায় নেতৃত্ব দিয়েছেন পরিসংখ্যানবিদ সুদীপ ঘোষ। তিনি বলেন, ‘২০২৪ সালে বাংলায় পুজোকেন্দ্রিক ব্যবসা হয়েছিল ৬৫ হাজার কোটি টাকার। এবার তা বেড়ে ৭৮ হাজার কোটি ছুঁতে পারে।’ সমীক্ষায় দেখা গিয়েছে, ৭২ শতাংশ বাঙালি পুজোয় অন্তত ২-৩ দিন বাড়ির বাইরে কিছু না কিছু খান। এর মধ্যে ফুচকা, ঘুগনি যেমন আছে, তেমনই আছে অভিজাত রেস্তরাঁয় সপরিবারে লাঞ্চ বা ডিনার। রেস্তরাঁর বিলই হতে পারে ১১ হাজার ৫০০ কোটি টাকার। পোশাক ও ফ্যাশন মার্কেটে এবার ২১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে। পরিবার পিছু গড়ে ১৫ হাজার টাকার কেনাকাটা হয় পুজোকে কেন্দ্র করে। অনলাইন শপিং বাড়তে পারে ৩০ শতাংশ হারে। সমীক্ষার তথ্য অনুযায়ী, গত বছর বাংলা থেকে ২৩ লক্ষ বাঙালি রাজ্যের মধ্যে, ভিন রাজ্যে বা দেশের বাইরে বেড়াতে গিয়েছিলেন। এবার ভ্রমণ সংক্রান্ত বাজেট প্রায় ২৫ শতাংশ বেড়ে ৯ হাজার ৮০০ কোটি টাকা ছুঁতে পারে। গয়নার বাজারের বিক্রিবাটা পৌঁছে যেতে পারে ১০ হাজার ২০০ কোটি টাকায়। এছাড়া, মণ্ডপ, প্রতিমা সহ অন্যান্য একাধিক ক্ষেত্রের খরচ রয়েছে। বারোয়ারি পুজো উদ্যোক্তাদের সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর মুখপাত্র শাশ্বত বসু বলেন, ‘গত বছর প্রায় ৭০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। আমাদের হিসেবে এবার তা ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এখন যেভাবে বিদেশি অতিথিরা পুজো নিয়ে আগ্রহ দেখাচ্ছেন, তাতে এমন আশা করতেই পারি।’
  • Link to this news (বর্তমান)