• মূল রত্ন ভাণ্ডারে ফিরছে জগন্নাথের অলঙ্কার,তারিখ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ
    এই সময় | ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • রত্ন ভাণ্ডারে ফিরছে জগন্নাথের অলঙ্কার। রত্ন ভাণ্ডার সংস্কারের জন্য পুরীর জগন্নাথদেবের অলঙ্কার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মন্দির কমিটি জানিয়েছে, ওই রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ শেষ হয়েছে। তাই প্রভু জগন্নাথের মূল্যবান জিনিসপত্র এবং অলঙ্কারগুলি অস্থায়ী স্ট্রং রুম থেকে মূল রত্ন ভাণ্ডারে ফিরিয়ে নিয়ে আসা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর ওই অলঙ্কারগুলি মূল রত্ন ভাণ্ডারে ফিরিয়ে আনা হবে বলে ঠিক হয়েছে। বুধবারই এই সিদ্ধান্ত নিয়েছে পুরীর জগন্নাথ মন্দির কমিটি।

    চার দশক পর, গত বছর জুলাই মাসে খোলা হয়েছিল রত্ন ভাণ্ডার। ওই রত্ন ভাণ্ডারের ভিতরে জল পড়ছিল। সেই কারণে রত্ন ভাণ্ডার সংস্কার করা হয়। তাই মন্দিরের একটি অংশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল লোহার সিন্দুক এবং আলমারিতে থাকা জগন্নাথের যাবতীয় অলঙ্কার। চলতি বছরের জুলাই মাসেই এই রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানানো হয় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে।

    বুধবার, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ পাধি সাংবাদিকদের জানান, মেরামতের কাজ শেষ হওয়ার কারণেই মূল্যবান জিনিসপত্রগুলি তাদের আসল স্থানে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ‘আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৭টা ১৭ মিনিট থেকে সকাল ১১টা ১৭ মিনিট খুবই শুভ। ওই সময়ের মধ্যে প্রভুর অলঙ্কার মূল রত্ন ভাণ্ডারে নিয়ে আসা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    সেই সময়ে মন্দিরের আচার-অনুষ্ঠান প্রভাবিত হবে না। তবে ওই সময়ে সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করার হবে। রত্ন ভাণ্ডারে অলঙ্কার নিয়ে আসার সময় সাধারণ ভক্তদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।

    যদি ২৩ সেপ্টেম্বর স্থানান্তর সম্পন্ন না হয় তাহলে সেই কাজ পরের দিনেও করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতে সেই কাজ সম্পন্ন করা হবে। সমস্ত অলঙ্কার সেখানে নিয়ে আসার পরে বিশিষ্ট ব্যক্তিদের সামনে আবার রত্ন ভাণ্ডারে চাবি লাগানো হবে। সেই চাবি জমা থাকবে জেলা ট্রেজারিতে।

  • Link to this news (এই সময়)